শেষের পাতা

সড়কে একদিনে প্রাণ গেল ৯ জনের

ফরিদপুর প্রতিনিধি

৭ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:১০ পূর্বাহ্ন

মধুখালী উপজেলার মল্লিকপুরের জোড়া ব্রিজ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ছয়জন। এতে এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন-বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম (১০), শ্যালিকা তাকিয়া (১২), বোনের মেয়ে তানজিলা (১৫), তার বন্ধু পুলিশ হেড কোয়ার্টারের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ। দুর্ঘটনায় ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি গুরুতর আহত হয়েছেন। ডা. শরিফুল কেন্দ্রীয় উলামা দলের যুগ্ম আহবায়ক ও ফরিদপুর জেলা উলামা দলের সভাপতি ছিলেন। কানাইপুর হাইওয়ে থানার ইনচার্জ এসআই সাফুর আহম্মেদ জানান, সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে, ঢাকা-সুনামগঞ্জ রুটে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। কানাইপুরের করিমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হন। আহত হন এক নারী যাত্রী। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, এ ঘটনাটি তদন্ত করে কি কারণে ঘটনাটি ঘটেছে তা বের করা হবে সেই সাথে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপ রাজারামপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার উপ রাজারামপুর এলাকার মৃত মুসলিম উদ্দীনের ছেলে গোলাম রাব্বানী (৪২) ও তার মেয়ে উপ রাজারামপুর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী মোসা. সাদিকিন রসনি (৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. মিন্টু রহমান জানান, মেয়ে মোসা. সাদিকিন রসনিকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেল কে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। পুলিশ নিহত বাবা মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাধবপুরে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর জগদীশপুর তেলানিয়াছড়া ব্রিজের কাছে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে গোপাল কৈরী (৪৮) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গোপাল কৈরী উপজেলার তেলিয়াপাড়া গ্রামের মৃত চন্দ্রিকা প্রসাদ কৈরীর ছেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status