খেলা

হ্যাটট্রিক নিয়ে ফর্ম দেখালেন কুটিনহো

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৮:৪৩ পূর্বাহ্ন

শেষ দুই ম্যাচে হারে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে নেমে গিয়েছিল গত টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার জার্মান বুন্দেসলিগায় ভারদার ব্রেমেনের বিপক্ষে ম্যাচেও ৪৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। তবে ম্যাচের শেষ ৪৫ মিনিট বল পায়ে চমক দেখায় বাভারিয়ানরা। ফিলিপ্পে কুটিনহোর হ্যাটট্রিক ও রবার্ট লেভানদোস্কির জোড়া গোলে শেষ পর্যন্ত ৬-১ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ।  মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে মিউনিখে পাড়ি দেন কুটিনহো। তবে নিকো কোভাচ বা নতুন কোচ হ্যান্স ফ্লিকের শুরুর একাদশে কুটিনহো সুযোগ পাচ্ছিলেন কমই। বায়ার্নের জার্সি গায়ে এটা তার সেরা নৈপুণ্য। শেষ দুই ম্যাচে চার গোল দুটি অ্যাসিস্ট তার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিয়ে লেভানদোস্কি বলেন, এটাই তার (কুটিনহো) স্বাভাবিক নৈপুণ্য। বল পায়ে ক্ষিপ্র নৈপুণ্যে সে যা দেখালো তা অসাধারণ। আমাদের এমন একজন খেলোয়াড়েরই দরকার। শনিবার মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ২৪তম মিনিটে গোল নিয়ে এগিয়ে যায় ব্রেমেন। ম্যাচের ৪৫তম মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান কুটিনহো। প্রথমার্ধের যোগ করা সময়ে লেভানদোস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৬৩তম মিনিটে ফের গোল পান কুটিনহো। আর শেষ দিকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে (৭২, ৭৫, ৭৮) তিন গোল আদায় করেন লেভানদোস্কি, টমাস মুলার ও কুটিনহো । চলতি বুন্দেসলিগায় ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লাইপজিগ। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ বরুশিয়া মুনশেনগ্লাডবাখের। আসরে ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এলা বায়ার্ন মিউনিখ। চলতি বুন্দেসলিগায় সর্বোচ্চ ১৮ গোলের কৃতিত্ব বায়ার্নের পোলিশ স্ট্রাইকার  লেভানদোস্কির। ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লাইপজিগের জার্মান ফরোয়ার্ড টিমো ভারনার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status