দেশ বিদেশ

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্র কারখানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে হোরারবাগ গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অভিযান শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালায় র‌্যাব। অভিযানে কারখানা থেকে একটি ওয়ান শুটার গান ও ২টি বুলেট পাওয়া যায়। এছাড়া পিস্তল ও ওয়ান শুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম পেয়েছে র‌্যাব। তবে অভিযানের সময় চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ। তারেক আজিজ জানান, সীমানা দেয়ালে ঘেরা চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। তিনি জানান, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন আওয়ামী লীগ নেতা। ২০১৭ সালের ৫ মে নগরীর আমিন জুট মিল এলাকা থেকে চেয়ারম্যান বেলাল হোসেনের ভাই শ্রমিক লীগ নেতা মো. সাইফুদ্দিন ওরফে বাপ্পীকে অস্ত্রসহ আটক করে বায়েজীদ থানা পুলিশ। পরে তাকে নিয়ে গ্রামের বাড়ি বোয়ালখালীতে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে সন্ত্রাসীরা পুলিশের কাছ থেকে বাপ্পীকে ছিনিয়ে নিয়ে যায়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, অস্ত্র তৈরীর কারখানা যদিও চেয়ারম্যানের বাড়ির সীমানা দেয়ালের মধ্যে পাওয়া গেছে, তারপরও এই কারখানার সঙ্গে চেয়ারম্যানের সমপৃক্ততা আছে কিনা সেটা আমরা নিশ্চিত নয়। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালিয়েছি। আপাতত আমরা অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা করছি। তদন্তে চেয়ারম্যানের সমপৃক্ততা পাওয়া গেলে অভিযোগপত্রে তিনিও আসামি হবেন বলে জানান এই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status