বাংলারজমিন

আন্তর্জাতিক ম্যাগাজিনে কুমিল্লার জুবায়েরকে নিয়ে প্রচ্ছদ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লার কৃতী সন্তান সাইয়িদ মাহমুদ জুবায়েরকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক দ্বিমাসিক ম্যাগাজিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘দ্য ভয়েস’। সেই সঙ্গে এর লিংক সংযুক্ত করেছে বিশ্ববিখ্যাত অর্থনৈতিক পত্রিকা ‘দ্য ইকোনোমিস্ট’। দ্য ইকোনোমিস্ট পত্রিকার লিংকডইন পেইজ ”দি ইকোনোমিস্ট নিউজপেপার রিডারস এ দ্যা ভয়েজের প্রতিবেদনটি হুবহু মুদ্রণ করেছে। বাংলাদেশের কোন অর্থনৈতিক সংস্থার কর্মকর্তাকে নিয়ে দ্য ভয়েস এর প্রচ্ছদ প্রতিবেদন এটিই প্রথম। ম্যাগাজিনে সাইয়িদ মাহমুদ জুবায়ের এর পেশাগত কৃতিত্বের বিভিন্ন দিকসহ বাংলাদেশের পূঁজিবাজার-এর নীতিগত তত্বের  আলোকে বর্তমান ও ভবিষ্যত দিক তুলে ধরা হয়। সাইয়িদ মাহমুদ জুবায়ের সিজিআই্‌এ ইন্সটিটিউট, ইউএসএ থেকে  চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট কোর্স সম্পন্ন করেন । তিনি গত ১৪ বছর যাবৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ-এ বিভিন্ন গুরুত্ব বিভাগের প্রধান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এর বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছেন। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. এ মাকেট অপারেশনস বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত আছেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে তার বাড়ি। পিতা মরহুম সাইয়িদ আলী খান একজন সরকারি কর্মকর্তা ছিলেন। চার ভাই এক বোনের মধ্যে জুবায়ের সবার ছোট।
জুবায়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যায় খেকে প্রথম শ্রেণিতে ফাইন্যান্স বিভাগে বিবিএ এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তিতে তিনি জাতীয় বিশ্ববিদ্যায় থেকে এলএলবি সম্পন্ন করেন। তিনি অর্থ মন্ত্রণায়ের অন্তর্গত বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট থেকে পোস্ট গ্রেজোয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটেল মার্কেট কোর্স  সম্পন্ন করেন। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত স্বনামধন্য সিকিউরিটিজ মার্কেট এর উন্নয়নমূলক ও গবেষণামূলক প্রতিষ্ঠান চার্টার্ড ইন্সটিটিউট ফর সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট  থেকে কর্পোরেট ফাইন্যান্স ্‌ও সিকিউরিটিজ মার্কেট এর উপর আন্তর্জাতিক কোর্স সম্পন্ন করেন এবং চার্টার্ড ইন্সটিটিউট ফর সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট জুবায়েরকে সহযোগী সদস্যপদ প্রদান করে যা বাংলাদেশে প্রথম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status