দেশ বিদেশ

চক্রান্ত থেমে নেই: ১৪ দল

স্টাফ রিপোর্টার

১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৫৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের চক্রান্ত থেমে নেই বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নৈরাজ্য আদালত পর্যন্ত পৌঁছে গেছে। ১৪ দল ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের চক্রান্ত মোকাবিলা করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত  বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল পরিকল্পনাকারী বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খন্দকার মুশতাক। কমিশন গঠন করে এই খলনায়কদের বিচার করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। এটি না করলে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার আত্মা শান্তি পাবে না। তিনি বলেন, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। এর পরেও প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি জঙ্গি দমন করেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন বিশ্ব নেতাদের নজর কাড়ছে। এটি বিএনপি-জামায়াতের ভালো লাগছে না। সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন তিনি। ১৪ই ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে এবং মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে ১৪ দল। এছাড়াও ১৬ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৮ই ডিসেম্বর ১৪ দল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ আলোচনা সভা করবে। বৈঠকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায় ও গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status