দেশ বিদেশ

হাইডেলবার্গে আলী রীয়াজের অনুষ্ঠানে বাধা

স্টাফ রিপোর্টার

৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৯:১৯ পূর্বাহ্ন

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলী রীয়াজের পূর্ব নির্ধারিত এক আলোচনা অনুষ্ঠানে বাধা দিয়েছেন কিছু প্রবাসী বাংলাদেশি। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে একপর্যায়ে আয়োজকরা অনুষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন? এ নিয়ে ডয়চে ভেলের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় একটি আলোচনার আয়োজন করেছিল জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ? সেখানে যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এর ডিসটিনগুইসড প্রফেসর আলী রীয়াজ তার সদ্য প্রকাশিত ‘ভোটিং ইন হাইব্রিড রিজিম, এক্সপেইনিং দ্য ২০১৮ বাংলাদেশি ইলেকশন’ বই এর উপর বক্তব্য রাখেন? তাঁর বক্তৃতা শেষে সেখানে একদল ব্যক্তি বিশৃঙ্খলা শুরু করে বলে জানান ঘটনাস্থলে উপস্থিত ডয়চে ভেলের সাংবাদিক রাহাত রাফি? তিনি বলেন, ‘‘তারা আলী রীয়াজের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন? এই পরিস্থিতিতে এক পর্যায়ে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন?্থ’’ ঘটনার পর অধ্যাপক আলী রীয়াজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন? তিনি লিখেছেন, ‘‘ইংরেজীতে লেখা মাত্র ১০৭ পৃষ্ঠার একটা বই নিয়ে একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে আলোচনার ও আমন্ত্রিত লেখকের প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে দল বেধে এসে ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, উদ্যোক্তাদের সঙ্গে অশোভন আচরণ করে বলছেন যে ‘দেশে গণতন্ত্র আছে, ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতা আছে’? অনেক লেখালেখি করেও এতো সহজে বোঝানো  যেত না কী আছে আর কী নেই?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status