খেলা

সাড়ে ১০ ঘণ্টা ব্যাটিং করে ডাবল সেঞ্চুরি রুটের

স্পোর্টস ডেস্ক

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১:০৭ পূর্বাহ্ন

চরম ধৈর্য পরীক্ষা দিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। হ্যামিল্টন টেস্টে দুদিনে সাড়ে ১০ ঘণ্টা ব্যাটিং করে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। তার ২২৬ রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৭৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। প্রথম ইনিংসে কিউইরা ৩৭৫ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৭*) ও রস টেইলের (৩১*) দৃঢ়তায় ৯৬/২ নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। ইংল্যান্ডের চেয়ে ৫ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেন জো রুট। এরপর টানা ১৪ ইনিংন কোনো শতকের দেখা পাননি। এ নিয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েন এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১৩ রান (২+১১) করেছিলেন রুট। ম্যাচটিতে ইংল্যান্ড ইনিংস ব্যবধানে পরাজিত হয়।

হ্যামিল্টনে ৬৩৬ মিনিট খেলেছেন রুট। বল মোকাবেলা করেন ৪৪১টি। ক্যারিয়ারে এত দীর্ঘ সময় ব্যাটিং আগে কখনো করেননি তিনি। তিন বছর আগে ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৫৪ রানের ইনিংস খেলেছিলন রুট। ওই ইনিংসে ৬১৪ মিনিট ব্যাটিং করেন। বল খেলেছিলেন ৪০৬টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status