খেলা

ফুটবলে সোনা জয়ের মিশন শুরু আজ

সামন হোসেন, কাঠমান্ডু (নেপাল) থেকে

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৯:৪২ পূর্বাহ্ন

‘তোমাদের সামনে একটা বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের বিশ্বাস আছে তোমরা পারবে। শুধু মাঠে তোমাদের সেরাটা দিতে হবে’- জামাল, জীবনদের উজ্জীবিত করতে এভাবেই এক নিঃশ্বাসে কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ কায়সার পারভেজ। হেড কোচ জেমি ডে, ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও বিশ্বাস করেন এবার কাঠমান্ডু থেকে স্বর্ণ জিতেই ফিরবে জামালরা। ১৯৯৯ সালের ৪ঠা অক্টোবরে দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে প্রথমবার সোনা জিতেছিল বাংলাদেশ। ২০ বছরের ব্যবধানে দশরথে আবার সোনা জয়ের মিশনে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচ। ভারত পাকিস্তান ছাড়া পাঁচ দলের এই আসরে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে ফুটবল। পয়েন্ট টেবিলের সেরা দুই দল সোনা জয়ের লড়াইয়ে অবতীর্ণ হবে।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল শুরু হওয়া এসএ গেমসের অন্যতম আকর্ষণ ফুটবল। এবারের আসরে দু’টি কারণে গেমসের ফুটবলে ফেবারিট বাংলাদেশ। প্রথমত প্রায় জাতীয় দল নিয়ে অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে খেলতে এসেছে বাংলাদেশ। দ্বিতীয়ত এবার নেই এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দল ভারত। গেমস শুরুর আগেই তাই জামালদের গলায় সোনার পদক দেখতে শুরু করেছেন অনেকে। দলের ফুটবলাররাও বেশ আত্মবিশ্বাসী সোনা জয়ে। গতকাল কাঠমান্ডুর হালচুক আর্মড পুলিশ মাঠে অনশীলনে তেমনটি মনে হয়েছে জামাল-ইয়াসিনদের দেখে। ১৯৯৯ সালের পর ঘরের মাঠে ২০১০ এসএ গেমসের সোনা জিতেছিল বাংলাদেশ। ৯ বছর বাদে তৃতীয়বারের মতো সোনা জয়ের সুযোগ। বাংলাদেশের হিমালয় জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে স্বাগতিক নেপাল ও মালদ্বীপ। তবে কাগজ-কলমের হিসাব বলছে, এই দু’টি দলের চেয়ে সম্ভাবনায় অনেক এগিয়ে গেমস শুরু করতে যাচ্ছে জেমির দল। এ তিন দলের সম্ভাব্য একাদশের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশের শক্তি। যেখানে অভিজ্ঞ ও আনকোরা খেলোয়াড়ের সংমিশ্রণে একাদশ গঠন করতে হবে নেপাল ও মালদ্বীপকে, সেখানে একেবারে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশটাই পেতে যাচ্ছে বাংলাদেশ। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য পাঁচ দিন সময়ও পেয়েছে দলটি। আর উদ্বোধনী ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্যই নির্ধারণ করেছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। আয়োজকদের নানা সীমাবদ্ধার কারণে কিছুটা নাখোশ বাংলাদেশের হেড কোচ জেমি। তবে এসব সীমাবদ্ধতার মাঠের খেলায় প্রভাব পরবে না বলেই বিশ্বাস তার। সাম্প্রতিক সময়ে ভুটানের সঙ্গে তিন সাক্ষাতেই তিনটিতেই বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। গতকাল অনুশিলন শেষে জেমি ডে বলেন, ছেলেরা সবাই তৈরি আছে। ১৯৯৯ সালে সাফ গেমসে ফুটবলে বাংলাদেশ স্বর্ন জিতেছিল। এবারও আমাদের টার্গেট সর্বোচ্চ পদকটিই। তবে এটা কঠিন। কারণ সবাই এখানে জিততে এসেছে। আর দলটা তো অনূর্ধ্ব-২৩। এখানে শক্তির ব্যবধানটাও খুব বেশি নেই।’ প্রতিপক্ষ ভুটান কী বড় বাধা? এমন প্রশ্নে বাংলাদেশ কোচের উত্তর, ‘ভুটান অবশ্যই ভালো দল। ঢাকায় আমরা তাদেরকে হারিয়েছিলাম। সেটা এখন অতীত। প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরাও জয় দিয়ে শুরু করতে চাই।’ এদিকে নিজেদের আন্ডারডগ হিসেবে ধরে নিয়েই বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের কথা জানান ভুটান অধিনায়ক চেনচো গেইলশেনই। গতকাল দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সর্বশেষ বাংলাদেশের সঙ্গে দুটি ম্যাচ খেলেছি। তাদের সম্পর্কে আমাদের ধারণা আছে। সেটা এ ম্যাচে কাজে লাগাবো। এসএ গেমস ফুটবলে পরিবর্তিত সূচিতে চারদিনে তিনটি ম্যাচ খেলবে দলগুলো। এ নিয়ে চেনচো বলেন, এটা কঠিন। ফিফা’র নিয়মে এক ম্যাচের পর কমপক্ষে ৭২ ঘন্টা বিরতি থাকার কথা কিন্তু এখানে ৪৮ ঘণ্টাও নেই। তারপরেও আমরা তৈরি আছি। ২০ সদস্যের দলের ১৬ জনই মূল জাতীয় দলের খেলোয়াড়। অর্থাৎ প্রায় জাতীয় দল নিয়েই অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে গিয়েছেন কোচ জেমি ডে। বাংলাদেশের এই দলে গোলপোস্টের নিচে আনিসুর রহমান জিকো। রক্ষণভাগের চারজন তো জাতীয় দলের নিয়মিত সদস্যই। দুই সেন্টারব্যাক ইয়াসিন খান ও রিয়াদুল হাসান, লেফটব্যাক রহমত মিয়া ও রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। মাঝমাঠের নেতৃত্বে থাকছেন যথারীতি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর সঙ্গে জাতীয় দলেরই বিপলু আহমেদ ও রবিউল হাসান। আক্রমণভাগে নাবীব নেওয়াজ জীবন, রাইট উইংয়ে সাদ উদ্দিন ও লেফট উইংয়ে মোহাম্মাদ ইব্রাহিম। বেশ কয়েক বছর ধরে একই সঙ্গে থাকা দলটি সোনা জিততে না পারলে তা হবে ব্যর্থতাই।
বাংলাদেশের সূচি
২রা ডিসেম্বর বাংলাদেশ-ভুটান, দুপুর ১:১৫
৩রা ডিসেম্বর বাংলাদেশ-মালদ্বীপ, বিকাল ৫:১৫
৫ই ডিসেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা, বিকাল ৫:১৫
৮ই ডিসেম্বর নেপাল-বাংলাদেশ, বিকাল ৫:১৫
(বাংলাদেশ সময় অনুযায়ী)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status