শেষের পাতা

সিলেটে মন্ত্রী ইমরানের আগ্রহে ‘জটিল হিসাব’

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

টানা ৬ বারের এমপি। এবার প্রথমে প্রতিমন্ত্রী। পরে পূর্ণমন্ত্রী। অতীতে কখনো এভাবে আগ্রহ দেখাননি তিনি। কিন্তু এবার সিলেট জেলা আওয়ামী লীগের দায়িত্ব নিতে উৎসাহী হয়ে উঠেছেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। নিজেও সাংবাদিকদের কাছে জানিয়েছেন তার ইচ্ছার কথা। বলেন, ‘সভাপতির দায়িত্ব পেলে সিলেটের আওয়ামী লীগকে সুসংগঠিত করার পাশাপাশি গ্রুপিং রাজনীতির অবসানে কাজ করবো। সিলেটে আওয়ামী লীগের রাজনীতি গ্রুপ হবে একটা- সে গ্রুপের নাম থাকবে শেখ হাসিনা।’ এবারের সিলেট আওয়ামী লীগের কমিটি নিয়ে মন্ত্রী ইমরান আহমদের নাম নেতাকর্মীদের মুখে ছিল না। তবে গুঞ্জন ছিল এক প্রার্থীর প্রতি তার সমর্থন ছিল। তিনি ওই প্রার্থীর পক্ষে লবিং চালাচ্ছেন। কিন্তু সিলেট আওয়ামী লীগের বৈচিত্র্যময় রাজনীতিতে ওই প্রার্থী নিজেকে মেলে ধরতে পারেননি। বৃহস্পতিবার নিজ এলাকা সিলেটে তিনদিনের সফরে আসেন সিলেট-৪ আসনের এমপি ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। সিলেটে আসলে তার সঙ্গে সিলেট আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা যোগাযোগ করেন। তখন মন্ত্রী এবার তার ইচ্ছার কথা জানান।

তবে বিষয়টিকে তিনি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর হাতেই ছেড়ে দিয়েছেন। দায়িত্ব দিলে পালন করবেন বলে জানান। সাংবাদিকদের কাছে জানান, ‘আমার শ্রদ্ধা, ভালোবাসা আর অনুভূতির ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগে আমার কাছে গ্রুপ একটাই- তাহলো শেখ হাসিনা। আমি কখনোই গ্রুপিং রাজনীতি পছন্দ করি না। তবে সিলেটে প্রতিটি গ্রুপের নেতাদের সঙ্গে আমার সুসম্পর্ক বিদ্যমান আছে। আমি তাদের সবাইকে নিজের ভাইয়ের মতো দেখি।’ আর এই ঘোষণায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী ইমরান আহমদের নাম আলোচনায় এসেছে। বিশেষ করে সিলেট-৪ আসনের আওয়ামী লীগ, জেলার একাংশ ও এমপিদের পক্ষ থেকে তার দিকে সমর্থন রয়েছে। ঘোষণার পর থেকে সিলেট আওয়ামী লীগে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। কারণ সিলেট আওয়ামী লীগের সভাপতি পদে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। দলের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবেও তাকে মূল্যায়িত করা হয়। ২০১১ সালে গঠিত কমিটিতে এমপি থাকাকালেই শফিকুর রহমান চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে তাকে দলের জন্য, জোটের জন্য তার আসনটি জাতীয়পার্টিকে দেয়া হয়েছিল।

সেখানে দলের হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে শফিক চৌধুরী এমপি পদটি বিসর্জন দেন। পরবর্তীতে ২০১৮ সালেও তিনি একইভাবে জাতীয়পার্টিকে ছাড় দেন। পাশাপাশি দলের নির্দেশে তিনি শরিক দলের প্রার্থীর পক্ষে মাঠে ভূমিকা রাখেন। শফিকুর রহমান চৌধুরীর এই ত্যাগ দলের হাইকমান্ডের কাছে বেশি গ্রহণযোগ্য। তবে দুর্বল সাংগঠনিক ব্যবস্থা শফিকুর রহমান চৌধুরীকে ভোগাচ্ছে। সম্মেলনের প্রাক-প্রস্তুতি সিলেটের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের অধীন উপজেলা কমিটিগুলোর দৈন্যদশা তাকে প্রশ্নের মুখোমুখি করেছে। তবে এরই মধ্যে জেলার অধীনে প্রায় ৮টি উপজেলায় নতুন কমিটি গঠন করে শফিকুর রহমান চৌধুরী দুর্নাম ঘুচিয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগে সভাপতি আরো কয়েকজন নেতার নাম শোনা গেছে।

এর মধ্যে রয়েছেন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তবে সম্মেলনকে কেন্দ্র করে তাদের প্রচারণা তেমন চোখে পড়ছে না। বর্তমান সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে ঘিরে তার অনুসারীরাই সিলেটে সবচেয়ে বেশি তৎপর। শফিকুর রহমানকে সভাপতি দেখতে চেয়ে নগরীর ও নগরীর বাইরেও সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। আর ইমরান আহমদের পক্ষে নতুন করে প্রচারণায় নেমেছে তার সংসদীয় আসনের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের একাংশ। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজী শামীম আহমদ জানিয়েছেন, ইমরান আহমদ এলাকার সব মানুষের নেতা। তার নেতৃত্বে সিলেট-৪ আসনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। সুতরাং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দলে তার প্রয়োজন রয়েছে। জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী বলেন, ইমরান আহমদ বারবার নির্বাচিত সফল একজন জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তা ও ইমেজ জনগণের পাশাপাশি দলের সর্বস্তরেও বিদ্যমান। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি হলে আমাদের দল আরো শক্তিশালী হবে বলে আমি মনে করি। এদিকে- মন্ত্রী ইমরান আহমদের এমন আগ্রহে জটিল হয়ে গেছে হিসাব-নিকাশ। আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন- ইমরান আহমদ পরিচ্ছন্ন হিসেব খ্যাতি রয়েছে। তবে- ত্যাগী শফিকুর রহমান চৌধুরী। এখন কেন্দ্রীয় হাই কমান্ডই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status