বাংলারজমিন

কুমিল্লায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২ ডিসেম্বর ২০১৯, সোমবার, ৭:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশের তদন্ত পরিদর্শক মো. সালাহ উদ্দিনের (৪০) বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে দেড় কোটি টাকার চেক আদায়ের অভিযোগে গতকাল মামলা হয়েছে। কুমিল্লা শহরের মনোহরপুর হোটেল সালাউদ্দিনের পরিচালক মো. মহিউদ্দিন বাদী হয়ে এই মামলা করেন। কুমিল্লা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জালাল উদ্দিন মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লার প্রধানকে নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বাদী মো. মহিউদ্দিন উল্লেখ  করেন, চলতি বছরের ৩ আগস্ট রাত আনুমানিক ১০টায় কুমিল্লা নগরের লাকসাম সড়কের মনোহরপুর এলাকার হোটেল সালাউদ্দিনে গিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন আরও তিনজন পুলিশ সদস্য নিয়ে হোটেলের ক্যাশের সামনে যান। এরপর বাদীকে ক্যাশে বসা অবস্থায় দেখে বলেন, তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেছে। তাকে থানায় যেতে হবে। পরে তাঁকে পুলিশের গাড়িতে করে পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন থানায় তার কক্ষে নিয়ে যান। এরপর থানায় দুই নম্বর বিবাদী হাজির হয়ে দুজনে মিলে তাঁকে চেক বই এনে চেক দেয়ার জন্য চাপ দেন। অন্যথায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন করেন। পরে বাদী তার ছোটভাই সালাউদ্দিন মাহমুদকে ফোন করে চেক বই আনেন। এরপর ২ নম্বর বিবাদীর নামে দেড় কোটি টাকার চেক লিখে দিতে বাধ্য হন। ১ নং বিবাদী পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিন বাদীর স্বাক্ষর ও লিখিত চেক বাদীর কাছ থেকে নিজ হাতে নেন। এরপর সাদা কাগজে বাদী ও তার কক্ষে থাকা কয়েকজনের সই নিয়ে বাদীকে ছেড়ে দেন। পরে বাদী ওই চেক ফেরত দেওয়ার জন্য মামলার ১ ও ২ নম্বর আসামিকে ফোন করেন। তাঁরা চেক ফেরত দিতে অস্বীকৃতি জানান। এরপর বাদী বিষয়টি জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে লিখিত আকারে জানান। পরে জেলা পুলিশ সুপার বিষয়টি তদন্ত করার জন্য কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনকে দায়িত্ব দেন। একই সঙ্গে বাদী গতকাল রোববার আদালতে মামলা করেন। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, আমাকে কেন আসামি করা হল তা বুঝতে পারছি না। ব্যাংকে জায়গা বন্ধক দেয়া নিয়ে এক ব্যক্তির সঙ্গে মহিউদ্দিনের ঝামেলা। আমাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status