দেশ বিদেশ

এমপি স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৯:১৩ পূর্বাহ্ন

চাঁদা না দেয়ায় ব্যক্তিগত অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন একই দলের এক নেতা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি হাসিবুর রহমান স্বপনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগের সদস্য আল-আমিন, পৌর যুবলীগের সদস্য আলা উদ্দিন, রুপবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, যুবলীগ নেতা দিনারের ছোট ভাই অনিকসহ ১২ জনের নাম রয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম সরকার জানান, দ্রুত বিচার আদালতের অভিযোগটি দায়ের করা হয়। ওই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বাদীর বয়ান শুনে লিপিবদ্ধ করেছেন। বিষয়টি আদেশের অপেক্ষায় রয়েছে। অভিযোগের বরাত দিয়ে বাদীর আইনজীবী জানান, এমপি হাসিবুর রহমান স্বপন বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার নামে এক কোটি ৯৩ লাখ টাকা নিয়েছেন। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দেন বাদী। অভিযোগের অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দুর্নীতি দমন কমিশনেও দেয়া হয়েছে।  এরপরও এমপি স্বপন বাদী আবুল হোসেন সরকারের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৯শে নভেম্বর বিকেলে এমপি স্বপনের নেতৃত্বে দিনারসহ অন্যান্য আসামিরা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাঘাবাড়ি এলাকায় বাদীর অফিসে হামলা ও ভাংচুর চালায়। এ সময় তারা আলমিরা ভেঙে ১০ লাখ টাকা লুট করে এবং বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ড. মাজহারুল ইসলামের ছবি ভাংচুর করে বাদীর অফিসে তালা লাগিয়ে দেয়।  এ বিষয়ে এমপি হাসিবুর রহমান স্বপন মোবাইল ফোনে বলেন, আমি দলের এমপি ও সভাপতি। অস্ত্র হাতে নিয়ে নিজ দলেরই অফিস ভাঙবো-এটা পাগলও বিশ্বাস করবে না। অভিযোগকারী আবুল হোসেন একজন এবনরমাল লোক। কারো দ্বারা প্রভাবিত হয়ে সে আদালতে আমার ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি বিশ্বাস করি আদালত সত্য মিথ্যা যাচাই করেই অভিযোগটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দলের কাছে করা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একই ব্যক্তি দলের বিভিন্ন ফোরামে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের কাছে অভিযোগ প্রমাণিত হলে দল যে সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নেব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status