দেশ বিদেশ

‘আপনারা আমাদের বাড়িঘর ঘেরাও করছেন না কেন’

স্টাফ রিপোর্টার

২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৫৩ পূর্বাহ্ন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সর্বস্তরে আন্দোলন কর্মসূচির দাবি থাকলেও এ সম্পর্কিত কোনো ঘোষণা না দেয়ায় নেতাকর্মীরা বিএনপির নীতিনির্ধারকদের বাড়ি কেন ঘেরাও করছে না? এমন প্রশ্ন তুলেছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা আয়োজন করে সম্মিলিত ছাত্র ফোরাম। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবাই আন্দোলনের কথা বলছেন। আমরা নেতারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারছি না। তাহলে আপনারা আমাদের কথা শুনছেন কেন? আপনারা আমাদের বাড়িঘর ঘেরাও করছেন না কেন? বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিতে পারেন না। কারণ, তিনি কোনো অন্যায় করেননি। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি মর্যাদাপূর্ণ।
তিনি বলেন, একজন আপসহীন নেত্রী জেলখানায় থাকবেন আর আমরা প্যারোলে মুক্তির জন্য কোর্টে দৌড়াবো? আমরা আন্দোলন করবো রাজপথে। আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। আন্দোলনটাই সবচেয়ে মর্যাদাপূর্ণ। আমাদের নেতা হওয়ার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তার জন্য কি আমাদের কিছু করার নেই? যদি থাকে তাহলে আন্দোলনের বিকল্প নেই। আমরা আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছি না। এটাই হচ্ছে আমাদের অপরাধ। আয়োজক সংগঠনের আহ্‌বায়ক নাহিদ ইসলাম নাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য এ এন এম রহমাতুল্লাহ, কৃষকদল নেতা এম জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা শায়লা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status