খেলা

এসএ গেমস ক্রিকেট

সালমাদের গ্রুপে সেই পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৪১ পূর্বাহ্ন

১৩তম দক্ষিণ এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের (এসএ) নারী দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট দল। টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমা খাতুন। চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। এসএ গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে লড়বেন সালমারা। নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারায় ১-১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে এএস গেমস। এসএ গেমসে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত হয় ২০১০ সালে। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে রৌপ্য পদক জেতে বাংলাদেশ। ২০১৪ সালে ইনচনে মাত্র ৪ রানের জন্য সোনা বঞ্চিত হয় টাইগ্রেসরা। সেবারও তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এবার ‘বি’ গ্রুপে সেই পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে লড়বেন সালমারা। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। ২রা ডিসেম্বর পোখারায় মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ই ডিসেম্বর একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হতে পারলে ৭ই ডিসেম্বর সেমিফাইনালে নামবে বাংলাদেশ। পরদিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ৯ই ডিসেম্বর পোখারায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
বাংলাদেশ নারী ক্রিকেট দল
সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), নাহিদা আক্তার, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া। স্ট্যান্ডবাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম, পান্না ঘোষ, শায়লা শারমিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status