বাংলারজমিন

কুমিল্লায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৮:০০ পূর্বাহ্ন

কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাজারের ৮ প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সৌদিয়া স্টোরকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করায় মেসার্স ফরিদ উদ্দিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা না থাকায় তাজমহল হোটেলকে ১০ হাজার টাকা, একই অভিযোগে জার্মান হোটেলকে ৯ হাজার টাকা, সুপার স্টার হোটেলকে ১০ হাজার টাকা, অননুমোদিত খাবার বিক্রয় করায় সিঙ্গাপুর স্টোরকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও নোংড়া পানিতে মুরগী ড্রেজিং করায় শাহিনুর পল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, একই অভিযোগে শান্তা পল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকাসহ মোট ৮টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে স্থানীয় নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, বরুড়া থানা পুলিশের টিম ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ছিলেন।




 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status