বাংলারজমিন

মাগুরায় দুদকের গণশুনানি

মাগুরা প্রতিনিধি

২২ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৭:৪০ পূর্বাহ্ন

সরকারি সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূদ সমস্যাদি শ্রবণ, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গণশুনানি মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোর ও মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানির আয়োজন করে।  
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দুর্নীতি দমন কমিশনের (অনুসন্ধান) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, দুদকের খুলনা অঞ্চলের পরিচালক আবদুল গফ্‌ফার, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আশরাফুল আলমের সঞ্চালনায় ৪১টি লিখিত অভিযোগসহ বিভিন্ন অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, দেশপ্রেম দুর্নীতির বিরুদ্ধে আমাদের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।  আমাদের চিন্তা চেতনার মধ্যে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সঠিক বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণা নীতিকে সমুন্নত রাখতে হবে। এজন্য অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দুর্নীতি প্রতিরোধে দুদকের পাশপাশি সকলকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status