বাংলারজমিন

রামগঞ্জে পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, রবিবার, ৮:৪৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান  প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করেছে। বিষয়টি নিয়ে উপজেলাব্যাপী সমালোচনার ঝড় উঠেছে।
সূত্র জানায়, উপজেলায় সমাপনী পরীক্ষাতে ১১টি কেন্দ্রে ১৯৬৪ জন ছাত্র এবং ২৭৬৩ জন ছাত্রী ও ইফতেদায়ী পরীক্ষাতে ৪টি কেন্দ্রে ৭১৩ জন ছাত্র এবং ৭৫৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে। গতকাল দুপুরে সাংবাদিকরা পরীক্ষা ও কেন্দ্রের তথ্য সংগ্রহ করতে শিক্ষা অফিসারে অফিসে উপস্থিত হলে শিক্ষা অফিসার দৌলতর রহমান বলেন, এবার পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনো সাংবাদিক কেন্দ্রে বা কেন্দ্রের ভিতর যেতে পারবে না। কয়েকজন শিক্ষক বলেন, উপজেলা শিক্ষা অফিসার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পাসের হারসহ অনৈতিক সুবিধা দেয়ার বিষয়টি বাস্তবায়ন করতেই পরীক্ষা  কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করছে। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীন জাহান বলেন, পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া অন্য কারো কেন্দ্রে যাওয়া ঠিক না। আপনারা কোনো তথ্য জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কোনো দরকার নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status