বাংলারজমিন

সুন্দরবনে অপহৃত ১০ শিশু শ্রমিক উদ্ধার, আটক ১

বাগেরহাট প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, রবিবার, ৮:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর থেকে অপহৃত ১০ জন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা শুক্রবার মধ্য রাতে দুবলার চরের মাঝেরকেল্লা চর থেকে অপহৃতদের উদ্ধারের সময় এক অপহরণকারীকেও আটক করেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ১০ জন শিশু শ্রমিককে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক হয়। আটক অপহরণকারী হচ্ছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক ওরফে লেদু মিয়া। সে এসব শিশুদের অপহরণ করে দুবলার চরে এনে শিশু শ্রমে বাধ্য করাচ্ছিল। সুন্দরবনের দুবলার চরের মাঝেরকেল্লা চর থেকে উদ্ধারকৃত শিশুরা শুঁটকি আহরণের কাজ করছিল। এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত ১০ শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুরা হলো, কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার মৃত নুরউদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার আবদুল মোতালেবের ছেলে আক্তার, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে হৃদয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মৃত কিতাব আলীর ছেলে টুটুল মিয়া, তারাকান্দ থানার মোখলেসুর রহমানের ছেলে রিমন, হবিগঞ্জ জেলার মোংলাবাজার থানার জসিমের ছেলে মনির হোসেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার জালু মিয়ার ছেলে আলআমিন, চন্দ্রগঞ্জ থানার চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার আবদুল খালেকের ছেলে আমির হোসেন, আবদুল মালেকের ছেলে আরিফ ও কুষ্টিয়া জেলার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে পারভেজ। অপহরণকারী মো. নুরুল হক ওরফে লেদু মিয়া এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেয়ার কথা বলে ট্রলার যোগে দুবলাচরের শুঁটকি পল্লীতে নিয়ে আসে বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান। আটক অপহরণকারী ও অপহৃতদের বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও কোস্টগার্ড জানায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status