বিনোদন

আবার শুরু

স্টাফ রিপোর্টার

১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৪৪ পূর্বাহ্ন

সবশেষ ঈদুল আজহাতে দর্শকপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে অভিনয় করেন নায়িকা শবনম বুবলী। এ ছবিতে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর গুণী নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার শুটিংয়ের অপেক্ষায় ছিলেন তিনি। মাঝে কয়েকদিন এফডিসিতে এ সিনেমার কাজ হয়। তবে সেখানে ছিল না বুবলীর দৃশ্যায়ন। চলতি মাসের শেষদিকে এ ছবির কাজ আবার শুরু হচ্ছে। বুবলী বলেন, আবার শুটিং শুরু করতে যাচ্ছি। এ মাসের শেষদিকে ‘বীর’ সিনেমার শুটিং শুরু হচ্ছে। এ ছবিতে টানা কাজ আছে আমার। এ ছাড়া নতুন কয়েকটা ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। বর্তমানে ‘বীর’ ছবির জন্য নিজেকে তৈরি করছি। শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে ফিল্মে যাত্রা শুরু হয় বুবলীর। এরপর ‘শুটার’, ‘সুপারহিরো’, ‘ক্যাপ্টেন খান,’ ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া  নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের ছবিতে অভিনয় করেন। ‘বীর’ সিনেমায় কি ধরনের চরিত্রে তাকে দেখা যাবে জানতে চাইলে বুবলী বলেন, আগামী ২২শে নভেম্বর থেকে গাজীপুরে ‘বীর’ এর শুটিং হবে। চ্যালেঞ্জিং একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি আমি। এটুকু শুধু বলতে চাই। আমার বাবার চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু। এ ছাড়া মিশা সওদাগর, নানা শাহ, ডনসহ অনেক তারকা অভিনয়শিল্পী কাজ করবেন। গল্পটা চমৎকার। আর কাজী হায়াত নিজেও আমাদের দেশের একজন গুণী নির্মাতা। তাই সবমিলে ভালো একটি কাজ হবে এটি। আশা করছি, দর্শকরা আমার নতুন এ কাজটি পছন্দ করবেন। এ সিনেমার পাশাপাশি নতুন বেশ কয়েকটি সিনেমা নিয়েও বর্তমানে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা চলছে বুবলীর। চূড়ান্ত করে শিগগিরই সেই নতুন সিনেমার কাজের কথাও জানাবেন তিনি। তবে এর আগে ‘বীর’ ছবির কাজটি এগিয়ে নিতে চান। এসকে ফিল্মসের প্রযোজনায় এ ছবিতে শাকিব খানের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে থাকছেন এমডি ইকবাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status