অনলাইন

গোপালগঞ্জে বুলবুলের আঘাতে ৫০ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ থেকে

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ১২:২১ অপরাহ্ন

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গোপালগঞ্জ জেলায় প্রায় ৫০ হাজার হেক্টর জমির ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৫টি উপজেলার প্রতিটি গ্রামেই ফসলি জমি ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এছাড়া ঝড়ে এক শিশুসহ ৩জন নিহত হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা খানম।

নিহতরা হলেন- সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মতি বেগম (৫০), কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের ছেকেন হাওলাদার (৭০) ও কোটালীপাড়ার কান্দি এলাকার সাথী বৈদ্য নামে ৭ বছরের শিশু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status