খেলা

নাঈম-বিপ্লবদের নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ৮:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশের নয়া আবিষ্কার মোহাম্মদ নাঈম শেখ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এ বাঁহাতি ওপেনার। তৃতীয় ম্যাচে ৮১ রানের ইনিংস খেলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন নাঈম। অন্যদিকে বল হাতে ভালো করেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ- ইমার্জিং এশিয়া কাপ। এক মৌসুম বিরতি দিয়ে আবারো ইমার্জিং এশিয়া কাপের আয়োজন করছে বাংলাদেশ। আগামীকাল মাঠে গড়াচ্ছে ৮ জাতির এই টুর্নামেন্ট। বাংলাদেশ তাকিয়ে থাকবে ইনফর্ম নাঈম-বিপ্লবের দিকে। তাদের সঙ্গে জাতীয় দলের আরো দুই ক্রিকেটার সৌম্য সরকার ও আবু হায়দার রনি রয়েছেন দলে। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টাইগারদের ইমার্জিং দলের শ্রীলঙ্কান কোচ চম্পকা রমানায়েকে বলেন, ‘এবার একটা ভালো দল পেয়েছি। ক্রিকেটাররা ভালো খেলছে। ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার মাটিতে ওয়ান সিরিজ জেতা ক্রিকেটাররা রয়েছে ইমার্জিং দলে। তাদের বর্তমান ফিটনেসও ভালো।  
এবার আট দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী ভারত, হংকং ও নেপাল। গতকাল হঠাৎ আরব আমিরাতের জায়গায় নেপাল অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের গ্রুপে। পূর্বের ফিকশ্চার অনুযায়ী আরব আমিরাতের খেলার কথা ছিল। এ বিষয়ে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম কোনো তথ্য দিতে পারেনি।
এ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দুটি মাঠে। ‘বি’ গ্রুপের ম্যাচের ভেন্যু বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ। বাংলাদেশ ১৪ই নভেম্বর হংকং, ১৬ই নভেম্বর ভারত ও ১৮ই নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরই বাংলা স্টেডিয়ামে। ২৩শে নভেম্বরের শিরোপা নির্ধারণী ম্যাচ। তবে ফাইনালের জন্য কোনো রিজার্ভ-ডে বরাদ্দ রাখা হয়নি।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মাহমুদুল হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status