খেলা

আইসিসি র‌্যাঙ্কিং থেকে বাদ পড়লেন সাকিব

স্পোর্টস রিপোর্টার

১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় বিসিবির চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব। এমসিসি ক্রিকেট ক্লাব থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। এবার আইসিসির র‌্যাঙ্কিং থেকেও বাদ পড়লেন সাকিব। তবে অভিষেকেই আলো ছড়ানো নাঈম শেখ সবশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পুরস্কারটা পেলেন হাতেনাতেই। এক লাফে ৩৮তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ২০ বছর বয়সী বাঁহাতি ওপেনার।
সাকিব আল হাসান প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরমেটেই ছিলেন শীর্ষ অলরাউন্ডার। এই কীর্তি তার আগে গড়তে পারেনি কেউ। অস্ট্রেলিয়া-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিন ক্যাটাগরিতে কোথাও রাখা হয়নি সাকিবের নাম। আর ভারতে তিন ম্যাচে যথাক্রমে ২৬, ৩৬ ও ৮১ রান উপহার দিয়ে র‌্যাঙ্কিংয়ে ঢুকেছেন নাঈম শেখ। টি টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ত্রিশের কোঠায় আছেন কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ২৫ থেকে ২৯ নম্বরে নেমে গেছেন মাহমুদুল্লাহ। ভারতে অপরাজিত ১৫, ৩০ আর ৮ রান এসেছে অধিনায়কের ব্যাটে।
ওপেনার লিটন দাস আছেন র‌্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে, অবনমন হয়েছে তারও। সবশেষ সিরিজে তিন ম্যাচে তার ব্যাটে এসেছে মোটে ৪৫ রান। ৫১তে আছেন সৌম্য সরকার, ৬৯ রান দিয়েছেন তিনি সবশেষ সিরিজে। র‌্যাঙ্কিংয়ের ৫২তে মুশফিকুর রহীম। আর ভারত সিরিজে দলের বাইরে থাকা সাব্বির রহমান আছেন ৫৩তম হয়ে। মুশফিক দিল্লিতে ম্যাচজয়ী অপরাজিত ৬০ রানের ইনিংস খেললেও শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। সেরা একশোতে বাংলাদেশের অন্যদের মধ্যে আছেন কেবল তামিম ইকবাল, ৬৪তে, তিনি টানা দুই সিরিজ স্বেচ্ছা বিরতিতে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ত্রিশে নেই বাংলাদেশের কেউ। ৩২ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান, টেবিলে অবনমন হয়েছে বাঁহাতি পেসারের, ভারতে তিন ম্যাচে উইকেটের দেখা পাননি। এই র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর তিনে উঠেছেন ডেভিড মালান। নিউজিল্যান্ডের কলিন মানরো চারে, সাময়িক বিরতিতে যাওয়া অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল পাঁচে, আফগান তারকা হযরতউল্লাহ জাজাই ছয়ে, ভারতের রোহিত শর্মা সাতে লোকেশ রাহুল আটে, কিউই তারকা মার্টিন গাপটিল নয়ে আর ইংল্যান্ডের এউইন মরগান দশে অবস্থান করছেন। বোলারদের তালিকায় শীর্ষে পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আফগান তারকা রশিদ খান আছেন এক নম্বরে। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার, ইমাদ ওয়াসিম, অ্যাডাম জাম্পা এবং শাদাব খান। এদিকে, সাকিবের নাম লিস্টে না থাকায় অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে আছেন আফগান তারকা মোহাম্মদ নবী। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে গ্লেন ম্যাক্সওয়েল, রিচার্ড বেরিংটন, মাহমুদুল্লাহ রিয়াদ এবং শন উইলিয়ামস।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status