খেলা

দ্বিতীয় ‘৯০০০’ অলক কাপালির

স্পোর্টস রিপোর্টার

১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:০২ পূর্বাহ্ন

ব্যাট হাতে দুরন্ত ফর্মে না থাকলেও এবারের জাতীয় লীগে দারুণ এক কীর্তি গড়েছেন অলক কাপালি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ৯ হাজার রানের মাইলফলক। রাজশাহীতে ঢাকা মেট্রোপলিশের বিপক্ষে ম্যাচের আগে ৯ হাজার রানের মাইলফলক ছুঁতে ৩৫ বছর বয়সী অলকের প্রয়োজন ছিল মাত্র ১৩ রানের। ম্যাচের দ্বিতীয় দিনে সিলেট বিভাগের হয়ে ৩২ রান করার পথে গর্বের এ ল্যান্ডমার্ক স্পর্শ করেন কাপালি। অলকের চেয়ে বেশি রান আছে কেবল তুষার ইমরানের। খুলনার হয়ে জাতীয় লীগের এই রাউন্ডের ম্যাচটি তুষার শুরু করেছেন ১১ হাজার ৫২৫ রান নিয়ে। তবে তুষারের চেয়ে বেশি ইনিংস লেগেছে অলকের। ২০১৭ সালে তুষার ৯ হাজার পূর্ণ করেছিলেন ১৪৪ ম্যাচ আর ২৪৭ ইনিংস খেলে। অলকের লাগলো ১৬৬ ম্যাচ, ২৭৪ ইনিংস।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩২২ রান নিয়ে তৃতীয়দিন শুরু করে সিলেট। তবে শেষ ৪ উইকেটে তারা ২৯ রান তুলে ৩৫১ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ১২৫ করেন অমিত হাসান। ঢাকা মেট্রোর পক্ষে ২ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিনশেষে অধিনায়ক মার্শাল আইয়ুবের অপরাজিত ৭৩ ও আজমির আহমেদের (৮০) প্রথম শ্রেণী ক্রিকেটে প্রথম ফিফটিতে ২৪৫/৫ সংগ্রহ দাঁড় করায় ঢাকা মেট্রো। সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ২ উইকেট নেন। প্রথম ইনিংসে ৩১১/৮ রানে ইনিংস ঘোষণা করা মেট্রো চতুর্থ দিন শুরু করবে ২০৫ রানে এগিয়ে থেকে।
ধারাবাহিক নাসিরের দুর্দান্ত সেঞ্চুরি
এর আগের দুই ইনিংসে করেছেন ৭৬ ও ৭০ রান। সেঞ্চুরির আশা জাগিয়েও কাজে লাগাতে পারেননি। অবশেষে তিন অঙ্কের দেখা পেলেন নাসির হোসেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় লীগের প্রথম স্তরের ম্যাচে তৃতীয় দিন শেষে নাসিরের অপরাজিত ১০৪ রানে ভর করে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান। এটি নাসিরের প্রথম শ্রেণির ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফকও ছুঁয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ঢাকা বিভাগের বিপক্ষে চতুর্থ দিন শেষে ২১২ রানে এগিয়ে রংপুর। তৃতীয় দিনে ১৯৫ রান নিয়ে দিন শুরু করে ঢাকা বিভাগ। বাকি ৫ উইকেটে মাত্র ২৭ রান যোগ করে ২২২ রানে গুটিয়ে যায় ঢাকা। দলের পক্ষে রাকিবুল হাসান সর্বোচ্চ ৬৭ রান করেন। রংপুরের হয়ে মুকিদুল ইসলাম ৩৭ রানে তুলে নেন ৫ উইকেট। ১৯ বছর বয়সী পেসারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি প্রথম পাঁচ উইকেট শিকার। ১৭ বছর বয়সী লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথমবার ওপেনিং করতে নেমে দুই ইনিংসেই ব্যর্থ। প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে করেন ৫ রান। দিনের বাকি সময়ে আরিফুল হকের (৩০) সঙ্গে ৫৯ ও নাঈম ইসলামের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দিনশেষ করেন নাসির। ঢাকা বিভাগের হয়ে দুটি করে উইকেট নেন নাজমুল ইসলাম ও আরাফাত সানি জুনিয়র।
জাতীয় লীগের দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল-চট্টগ্রাম ম্যাচ টানা তৃতীয়দিনের মতো মাঠে গড়ায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status