অনলাইন

আকিবের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেকৃবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

১১ নভেম্বর ২০১৯, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

 শেরপুরের নালিতাবাড়ীতে পঞ্চম শ্রেণীর ছাত্র আকিব ইসলাম খান অমি হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টারর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা ‘আর কত শিশু হারাবে’, ‘খেলতে গিয়ে সর্বনাশ ফিরে এল অমির লাশ’, ‘আইন তুমি হও উন্নত হও শির’, ‘ঘাতকের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। শেকৃবি উপাচার্য কামাল উদ্দিন আহম্মদ এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, 'মানুষ কতটা অমানুষ হলে নির্মম অত্যাচার করে নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে। সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রাখছি সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য। আমরা সবাই এ ধরণের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হবো।' গত ২ নভেম্বর মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় শেরপুরের নালিতাবাড়ীর আব্দুর রউফ খানের ছেলে আকিব ইসলাম অমি। গত বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের কালিনগর এলাকায় তল্লাশির সময় পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। লাশ উদ্ধারের পর পুলিশ তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন রাকিবুল ইসলাম, জসিম উদ্দিন ও সিয়াম। জিজ্ঞাসাবাদের জন্য আরও সাতজনকে আটক করা হয়েছে।
শেকৃবির মানববন্ধনে আকিবের বড় ভাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রাব্বি জেনিথ বলেন, আমার ভাইয়ের হত্যাকান্ডে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত আছে তাদের সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক মো. সেকেন্দার আলী, সহকারী প্রক্টরর রুহুল আমিনসহ বেশ ককয়েকজন শিক্ষক মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status