বিশ্বজমিন

ভারতে টমেটোর বদলে গোবর ছুড়ে ‘লা টোমাটিনা’ উৎসব

মানবজমিন ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, সোমবার, ৪:৫৭ পূর্বাহ্ন

স্পেনের ‘লা টোমাটিনা’ উৎসব বিশ্বখ্যাত। প্রতি বছর সহস্র মানুষ এই উৎসবে যোগ দিতে  স্পেন যান। একসঙ্গে জড়ো হয়ে একে অপরের প্রতি টমেটো ছুড়ে মারেন। টমেটো ছোড়ার লড়াইয়ে মেতে ওঠেন প্রত্যেকে। বহু সিনেমা, বইয়েও ওঠে এসেছে এই উৎসবের কথা। ভারতের দক্ষিণাঞ্চলের এক গ্রামে ওই উৎসবের মতোই একটি উৎসব পালন করা হয় প্রতি বছর। দীপাবলি উদযাপনের সময় ওই উৎসবে টমেটোর বদলে ব্যবহার করা হয় গরুর গোবর। উৎসবে অংশ নেয়া ব্যক্তিরা একে অপরের প্রতি আনন্দ-উল্লাসে গোবর ছুড়ে মারেন। শুনতে অদ্ভুত শোনালেও আদতে ঠিক তাই ঘটে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাডুর গোমাতাপুর গ্রামে প্রতি বছর দীপাবলির সময় গোবর ছোড়ার উৎসবটির আয়োজন করা হয়। গ্রামবাসীদের দাবি, কয়েকশ’ বছর ধরেই তারা এমনটা করে আসছেন। গোবর ছোড়ার উৎসবটি স্থানীয়ভাবে ‘গোরাইহাব্বা’ নামে পরিচিত। এতে অংশ নেয়ার জন্য স্থানীয়রা দুই-একদিন আগ থেকেই গোবর সংগ্রহ করে রাখেন। কেউ কেউ কিনেও নেন।
স্থানীয় গণমাধ্যম অনুসারে, স্থানীয়দের বিশ্বাস এই উৎসবে অংশগ্রহণকারীদের জীবনে সমৃদ্ধি, সুস্বাস্থ্য আসে। অনেকে এই উৎসবে অংশ নিয়ে আহত হন। তবে স্থানীয়দের দাবি, উৎসবে কেউ আহত হলে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গোমাতাপুরের বাসিন্দারা গোবর ছোড়ার পাশাপাশি মিথ্যা না বলার চর্চা করাও উদযাপন করে। এই উদযাপনের অংশ হিসেবে, মাটি দিয়ে গাধার পিঠে বসে থাকা একজন মানুষের মূর্তি তৈরি করা হয়। তাকে নিয়ে শোভাযাত্রা করা হয়। অবশেষে মূর্তিকে নির্যাতন করা হয়। যাতে করে গ্রামবাসীদের মধ্যে মিথ্যা না বলার ব্যাপারে শক্ত বার্তা পৌঁছায়। অবশেষে মূর্তিটি পুড়িয়ে ফেলা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status