দেশ বিদেশ

আদালতের রায় খোলা মনে মেনে নিয়েছে গোটা দেশ: মোদি

কলকাতা প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

অযোধ্যা মামলার রায়ের পর দেশকে সহিষ্ণুতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি। স্মরণ করিয়ে দিয়েছেন, রামভক্তি বা রহিমভক্তি নয়, ভারতভক্তির কথা। শান্তি ও ঐক্য বজায় রাখার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, রায় হার-জিত হিসেবে দেখা উচিত নয়। শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে মোদি বলেছেন, সর্বোচ্চ আদালতের আজকের রায় দেশকে এই বার্তাও দিয়েছে যে, কঠিন  থেকে কঠিনতর সমস্যার সমাধানও সংবিধানের অধীনেই সম্ভব। তিনি আরো বলেছেন, ভারতের বিচারবিভাগের ইতিহাসেও এই দিনটা একটা স্বর্ণিল অধ্যায়ের মতো। আদালতের রায় খোলা মনে মেনে নিয়েছে গোটা দেশ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য- এই মন্ত্র আজ নিজের পূর্ণতায় বিকশিত হয়ে দেখা দিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, অযোধ্যা নিয়ে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। কারও হার-জিত হিসেবে ফয়সলা দেখা উচিত নয়। রামভক্তি বা রহিমভক্তি নয়, এখন ভারতভক্তির ভাবনায় দেশকে শক্তিশালী করার সময়। দেশবাসীকে আবেদন, আপনারা শান্তি, সদ্ভাব ও ঐক্য বজায় রাখুন। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্পষ্ট, যে কোনও বিবাদ মেটানোর জন্য আইনিপ্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দেখিয়ে দেয়, ভারতের বিচারব্যবস্থা কতটা স্বতন্ত্র, স্বচ্ছ ও দূরদর্শী। মোদী বলেছেন, সব পক্ষকেই প্রামাণ্য দলিল পেশ করার পর্যাপ্ত সময় দেয়া হয়েছে। কয়েক দশক পুরনো মামলার সৌহার্দ্যপূর্ণ সমাধান করেছে ন্যায়ের মন্দির। আইনি প্রক্রিয়ায় সাধারণ মানুষের বিশ্বাস আরো মজবুত করবে।  রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেসও। কংগ্রেসের  মুখপাত্র রণবীর সুরজেওয়ালা বলেছেন, ভগবান শ্রী রামের মন্দির নির্মাণের পক্ষে কংগ্রেস। রায়ের ফলে মন্দির তৈরির দরজা খুলে গেল। শুধু তাই নয়, বিজেপি’র রাজনীতিও বন্ধ হয়ে গেল। তরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, এখন লক্ষ্য হবে রামমন্দির নির্মাণ। তবে অযোধ্যায় আলাদা জমিতে মসজিদ নির্মাণের ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন সরকারের উপর। দেশের নাগরিকদের কাছে শান্তি, সমপ্রীতি রক্ষার আবেদন জানিয়ে আরএসএস প্রধান অবশ্য এও বলেছেন, এই রায়কে কারও জয় বা পরাজয়ের দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status