বাংলারজমিন

সিলেটের শাহ্‌জালাল ফার্টিলাইজার কোম্পানিতে চাঁদাবাজির ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১০ নভেম্বর ২০১৯, রবিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

সিলেটের শাহ্‌জালাল ফার্টিলাইজার কোম্পানির এমোনিয়া গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে চাঁদাবাজি করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সরবরাহকারী মশিউর রহমান মুর্শেদ বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তি ফেঞ্চুগঞ্জ নূরপুর (উত্তর টিলা) গ্রামের মৃত নূর ইসলামের পুত্র মইনুল ইসলাম, নিজামপুর গ্রামের মৃত সাহাব উদ্দিন খানের পুত্র গোলাম খান লিপটন, জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মৃত আবদুস সত্তারের পুত্র জাকির হোসেন ও কিশোরগঞ্জ জেলার  পৈলনপুর গ্রামের সাইদুর রহমানের পুত্র রবিন। চলতি বছরের মে মাসের ২৮ তারিখ  থেকে তরল এমোনিয়া গ্যাস সিলিন্ডার থেকে চাঁদা আদায় করে আসছেন। মামলায় মুর্শেদ উল্লেখ করেন, তিনি প্রতি গ্যাস সিলিন্ডার বাবত সরকার চার্জ ১৯৩২ টাকা ব্যাংকে জমা দিয়ে জমা রশিদ কারখানা কর্তৃপক্ষের কাছে দাখিল করে গ্যাস রিফিল করিয়ে মিনি ট্রাকযোগে সারা দেশে সরবরাহ করেন। কিন্তু গ্যাস ভর্তি সিলিন্ডারগুলো কারখানা গেইট বা  ফেঞ্চুগঞ্জ পালবাড়ী পৌঁছামাত্র বিবাদীদের  নেতৃত্বে ও সরাসরি মদতে অজ্ঞাতনামা আসামিসহ সিলিন্ডার প্রতি নগদ ২৭৬৮ টাকা করে চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা ট্রাকচালকসহ বাদীদের মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে গ্যাস সরবরাহ কাজে বাধা দেন। তিনি আরো উল্লেখ করেন, নিরুপায় হয়ে চলতি বছরের গত মে মাস থেকে তারা চাঁদা দিয়ে আসছেন। এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ শাহ্‌জালাল ফার্টিলাইজার কোম্পানির কর্তৃপক্ষ ও স্থানীয়দের কাছে প্রতিকার না পেয়ে মামলা দায়ের করে মামলা বিবরণীতে উল্লেখ করেন। বিবাদীরা তরল এমোনিয়া গ্যাস ব্যবসায়ী সমিতির নামে চাঁদা আদায় করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status