খেলা

নিজের শততম ম্যাচে নায়ক রোহিতই

স্পোর্টস রিপোর্টার

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:৪০ অপরাহ্ন

পকিস্তানের শোয়েব মালিকের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেললেন রোহিত শর্মা। রাজকোটে শতক ছোঁয়া ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই ওপেনার। বাংলাদেশের ১৫৪ রানের জবাবে রোহিত ছয়টি করে চার-ছক্কায় ৪৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। ৮ উইকেটের সহজ জয় পায় ভারত। ম্যাচশেষে রোহিত বলেন, ‘এতো বছর ধরে আমি ব্যাট হাতে আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। পরিস্থিতি ঠিক ছিল, তাই আমি যা করতে চেয়েছি তাই হয়েছে। আমি কোনো বোলারকে খাটো করে দেখিনা। রাজকোটের মাঠ ভালো ছিল। আর রাতে এখানে বল করাটা সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা সেই সুযোগটাই কেবল নেয়ার চেষ্টা করেছি। ২০১৯ সালটা খুব ভালো কেটেছে, আমি এটা ভালোভাবেই শেষ করতে চাই।’
অধিনায়কের দুর্দান্ত ইনিংসে মুগ্ধ অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশের বোলাররা ভালো জায়গায় বল করলেও রোহিত দুর্দান্ত খেলেছে মনে করেন সুন্দর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াশিংটন বলেন, ‘তিনি (রোহিত) যখন এভাবে ব্যাট করে, স্টেডিয়ামের সবার জন্যই সেটি দারুণ উপহার। কিছু বাউন্ডারি সে মেরেছে, সত্যি বলতে সেসব ছিল অবিশ্বাস্য। বোলারদের দৃষ্টিকোণ থেকেও আমি ভাবি, যদিও তারা ছিল প্রতিপক্ষ দলে। কিছু ডেলিভারি ছিল, তারা (বাংলাদেশি বোলাররা) আসলেই ভালো করেছে। পরিকল্পনার বাস্তবায়ন দারুণভাবে করেছিল। কিন্তু লাভ হয়নি, কারণ রোহিত শর্মা আজকে ছন্দে ছিল।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status