বাংলারজমিন

সিলেটে সংবাদ সম্মেলন

গোয়ালাবাজারে সালিশদারদের বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ৭:৫২ পূর্বাহ্ন

সিলেটের গোয়ালাবাজারের গ্রামতলা রোডের প্রবাসী আছাব মিয়ার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ এলাকার সালিশদাররা। বিরোধপূর্ণ ভূমি নিয়ে সালিশ বৈঠকে বসতে রাজি হয়েও আছাব মিয়া সালিশদারদের পাশ কাটিয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছেন। একই সঙ্গে সালিশ ব্যক্তিত্বদের বিতর্কিত করতে তিনি ষড়যন্ত্রে মেতে উঠেছেন। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে সংবাদ সম্মেলনে জানান গোয়ালাবাজারের সালিশদাররা। পাশাপাশি এলাকার একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান মানিক মিয়ার সুনাম ক্ষুণ্ন্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রেস ক্লাবে গোয়ালাবাজারের সালিশদারদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন- গ্রামতলা রোডের বাসিন্দা বাদল কান্তি দেব। সংবাদ সম্মেলনে বাদল কান্তি দেব জানান- ‘প্রবাসী আছাব মিয়া আমাদের নিকটতম প্রতিবেশী। সম্প্রতি এলাকার জাবেদ আহমদ আম্বিয়া গ্রামতলাস্থ আছাব মিয়ার বাসা সংলগ্ন ভূমি মূলমালিক রওশন আরা বেগমের কাছ থেকে ক্রয় করেন। ক্রেতা-বিক্রেতার অনুরোধে ওই ভূমির সীমানা চিহ্নিত করার জন্য গত ২৫শে অক্টোবর গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক মানিক সহ এলাকার বেশ ক’জন ঘটনাস্থলে যাই। ক্রয়কৃত ভূমি পরিমাপের পর দেখা যায় আছাব মিয়ার বাসার দেওয়াল রওশন আরা বেগমের বিক্রিত ভূমির সীমানার মধ্যে পড়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত আছাব মিয়া সালিশকারীদের কাছে আব্দার করে জানান- ভূমির পূর্ণ মালিকানার কাগজ তার কাছে রয়েছে। কয়েকদিন সময় দিলে তিনি কাগজ দেখাতে পারবেন। তাকে কাগজ দেখানোর সুযোগ দিয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে চলে আসি।’ তিনি জানান- ‘গত ২রা নভেম্বর বিকালে কাগজপত্র নিয়ে গোয়ালাবাজার ইউনিয়ন অফিসে আছাব মিয়া উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি যথাসময়ে আসেননি। ঘণ্টাখানেক পর ইউপি সদস্য আবদুল সামাদ আছাব মিয়াকে ফোন দিলে তিনি নিজেকে গুরুতর অসুস্থ দাবি করে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি রয়েছেন বলে জানান। এরপর হঠাৎ করে কাউকে কিছু না বলে তিনি গত মঙ্গলবার আমাদের নামে মিথ্যে অপপ্রচার চালিয়ে সিলেটে সংবাদ সম্মেলনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। এ ঘটনার মাধ্যমে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আমাদের সামাজিকভাবে চরম হেয়-প্রতিপন্ন করা হয়েছে।’ সংবাদ সম্মলে উপস্থিত ছিলেন- গোয়ালাবাজারের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আবদুস সামাদ, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি তাজউদ্দিন, ইউপি সদস্য তছন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রফিক মিয়া, ইউপি সদস্য বেলাল আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল দেব, ব্যবসায় রজতকান্তি দাশ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নিপুণ সূত্রধর ও ব্যবসায়ী হোসেন আহমদ চৌধুরী নাঈম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status