বাংলারজমিন

নেত্রকোনায় পাচারকালে ৪৩ ভারতীয় গরু আটক

নেত্রকোনা প্রতিনিধি

৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের জওয়ানরা সোমবার ও মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারকালে ৪৩টি ভারতীয় গরু আটক করেছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বুধবার সাংবাদিকদের জানান, জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বিওপি’র হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে বিজিবি একটি টহল দল মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে ভারতীয় সীমান্ত ১১৬৯ নং মেইন পিলার হতে ৪ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু আটক করে। অপরদিকে জেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েক সুবেদার মো. জহির উদ্দিন সরকারের নেতৃত্বে বিজিবি’র টহল দল রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় সীমান্ত ১১৭০ নং মেইন পিলার হতে ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্তি এলাকায় অভিযান চালিয়ে ২২টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ৩৩টি গরুর অনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ২৫ হাজার টাকা। অন্যদিকে সোমবার গভীর রাতে চারুয়াপাড়া বিওপি’র হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল সোমবার রাত পৌনে তিনটার দিকে ভারতীয় সীমান্ত ১১৪৪ নং মেইন পিলার হতে ৯ শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মাইজপাড়া এলাকা দিয়ে ভারতীয় গরু পাচারকালে বিজিবি’র জওয়ানরা ১০টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুর মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত গরুগুলোকে পরবর্তীতে নেত্রকোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status