বাংলারজমিন

আদিতমারীতে আওয়ামী লীগে বহিরাগতদের তালিকা প্রকাশ

লালমনিরহাট প্রতিনিধি

৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৮:২৯ পূর্বাহ্ন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা আওয়ামী লীগে বহিরাগতদের তালিকা করা হয়েছে প্রকাশ। বিএনপি, জামায়াত, জাপা থেকে নব্য আওয়ামী লীগের তালিকা করেছে উপজেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শওকত আলী প্রকাশ করে এ তালিকা। বহিরাগত নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বহিরাগতদের দল থেকে বহিষ্কারের দাবিতে সোচ্চার ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীরা। আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরে একটি তালিকা করেছে প্রকাশ জামায়াত-বিএনপি-জাপা থেকে নব্য যোগদানকারীদের। সম্প্রতি আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দল থেকে যোগদান করা নেতাকর্মীদের নামের তালিকা সংগ্রহ করছে দলটির কেন্দ্র থেকে। লালমনিরহাট আদিতমারীতে বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগদান করা বেশ কিছু নামের একটি তালিকা পাওয়া গেছে। যার মধ্যে আদিতমারী উপজেলার রোকোনুজ্জামান রোকন জাপা থেকে আওয়ামী লীগে যোগদান করে। সাদেকুল ইমলামসহ রয়েছে অনেকের নাম। রোকনুজ্জামান রোকন ২০১৬ সালে জুন মাসে করে যোগদান। আদিতমারী বিএনপি’র যুবদল নেতা সাদেকুল ইসলাম আওয়ামী লীগে যোগদান করেন ২০১৫ সালের জুন মাসে মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে। ছাত্রদল নেতা মুকিত,যুবদল নেতা শুভ ২০১৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন। বড় কমলাবাড়ী থেকে বিএনপি নেতা মো. আলাল উদ্দিন চরমোনাই থেকে আওয়ামী লীগে যোগদান করেন ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাতীয় পার্টি থেকে মো. মাইদুল ইসলাম জুয়েল। জাপা থেকে আওয়ামী লীগে যোগদান এই মাইদুল ইসলামের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম সুরুজ হত্যা মামলার আসামি ছিলেন মামলা নং-১৬৪/১২, সেশন দায়রা জজ, লালমনিরহাট। এ ছাড়াও এই হত্যা মামলার আসামি চন্দনপাট এলাকার বিএনপি’র খোরশেদ আলীকে আওয়ামী লীগে যোগদান করে নেয়ায় সর্বত্র আলোচনার ঝড় উঠেছে। এ ছাড়াও বিএনপি থেকে চরিতাবাড়ী এলাকার মো. আইনুল হুদা, মো. আঃ আবদুল কাদের, মো. নুর হোসেন, মো. আঃ ছামাদ, চন্দনপাট এলাকার মো. ইউনুছ আলী, মো. খোরশেদ আলী। অপরদিকে জামায়াত নেতা ২০১৮ সালের ডিসেম্বর মাসে চরিতাবাড়ীর মো. আলম মিয়া, চন্দনপাট এলাকার জামায়াত নেতা মো. হিরণ মিয়াকে আওয়ামী লীগে যোগদান করে নেয়ায় সমালোচনা দেখা দিয়েছে মুক্তিযোদ্ধাসহ সর্বত্র। এ ছাড়াও ২০১৮ সালে বড় কমলাবাড়ী এলাকা থেকে মো. আনোয়ার ফারুক বিপুল, একই এলাকার কমল মিয়া, স্বপন বিএনপি থেকে আওয়ামী লীগে নব্য যোগদানকারী। জাতীয় পার্টি থেকে বড় কমলাবাড়ী এলাকার মো. গোলাপ মিয়া ২০১৫ সালে বিএনপি নেতা ও বিএনপি সমর্থিত দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজুর রহমান নান্নু আওয়ামী লীগে যোগদান করেন। একই সালে বিএনপি নেতা দুর্গাপুর ২নং ওয়ার্ড এলাকার খোকন চৌধুরী, ৩নং ওয়ার্ড এলাকার সামছুল হক বিএনপি থেকে আওয়ামী লীগে নব্য যোগদানকারী। ২০১৬ সালে আদিতমারী বিএনপি’র সভাপতি ও ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আওয়ামী লীগে নব্য যোগদানকারী। মোহাম্মদ আলী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করার পর পরই মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের সহযোগিতায় ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান হয়। এ ছাড়া ২০১৬ সালের মার্চ মাসে ভেলাবাড়ীর বিএনপি নেতা আলতাব হোসেন, আসাদ মিয়া আওয়ামী লীগে নব্য যোগদানকারী। এ ছাড়াও ২০১৬ সালে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের হাত ধরে মহিষখোচার বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী আওয়ামী লীগে যোগদান করা নিয়ে ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ছাড়াও মহিষখোচা বিএনপি নেতা মমতাজ আলী বাড় ঘড়িয়া শেফাতুল ইসলাম বাড় ঘড়িয়ার নজরুল ইসলাম আওয়ামী লীগে নব্য যোগদানকারী। এ ছাড়াও সারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলী, খাড়ুভাজ এলাকার আফতাব উদ্দীন, সারপুকুরের ওয়াহেদ মেম্বার, ২০১৬ সালের মার্চ মাসে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের হাত ধরে বিএনপি নেতা ১৯৯০-২০১৬ বিএনপির উপজেলা সহ-সভাপতি ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি পোড়ার আসামি সোহরাব হোসেনকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করান। এ ছাড়াও সাপ্টিবাড়ীর ১নং ওয়ার্ডের বিএনপি নেতা আঃ রাজ্জাক, ৩নং ওয়ার্ডের বিএনপি নেতা আঃ রশিদ, ২নং ওয়ার্ডের শম্ভু মিয়া ও সাপ্টিবাড়ীর রোজিনা আক্তার সম্পা আওয়ামী লীগে নব্য যোগদানকারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগে বিএনপি ও জামায়াত নেতারা সুযোগ-সুবিধা নেয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করে। এ সমস্ত বিএনপি ও জামায়াত থেকে যোগদানকারী নব্যরা আওয়ামী লীগ সরকারের সময় চাকরি  ও তদবিরসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা শাখার সভাপতি মো. শওকত আলীর স্বাক্ষরিত পত্রে এসব নব্য যোগদানকারী নেতাদের তালিকা প্রকাশ করা হয়। তবে ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্রুত এ জামায়াত-বিএনপি থেকে নব্য যোগদানকারীদের দল থেকে বহিষ্কারের দাবি জানান। আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে এ তালিকা প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status