বিনোদন

আলাপন

‘আগামী বছর হয়তো খবরটি দিতে পারবো’

এন আই বুলবুল

৩০ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

অভিনেতা-নির্মাতা, নাট্যকার ও গীতিকার সোহেল আরমান। প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের ছেলে। বাবার পথ ধরেই নির্মাণ ও অভিনয়ে আসেন তিনি। ১৯৯২ সালে সোহেল আরমানের গল্পে প্রথম নাটক নির্মাণ হয় বাংলাদেশ টেলিভিশনে। নাটকের নাম ‘সবুজের হলুদব্যাধি’। এটি প্রযোজনা করেন ফারুক ভূঁইয়া। নাটকটিতে অভিনয় করেন তৌকীর আহমেদ ও আফসানা মিমিসহ অনেকে। সেই সময়ের কথা জানতে চাইলে সোহেল আরমান বলেন, বাংলাদেশ টেলিভিশনের জন্য নাটক লেখা খুব সহজ ছিল না। বিটিভিতে প্রতিটি সেক্টরের জন্য অডিশন দিতে হয়। তালিকাভুক্ত না হলে বিটিভির জন্য কেউ নাটক  করতে পারে না। এখন তো যে কেউ নাটক লিখছেন। তাদেরকে কোনো অডিশন দিতে হচ্ছে না। তবে বিটিভি থেকে যে সকল নাট্যকার এসেছেন তারা প্রত্যেকে মেধাবী। সেই সময় বাংলাদেশে শুধু এই একটি চ্যানেল ছিল। মেধাবীদের মূল্যায়ন হতো। কিন্তু আগের মতো মেধাবীদের এখন মূল্যায়ন  হয় না। সোহেল আরমান ১৯৯৪ সালে নাট্যকার থেকে  অভিনেতা ও নির্মাতা বনে যান। প্রথম নাটকটি বাংলাদেশ টেলিভিশনের জন্যই নির্মাণ করেন তিনি। ‘বিবর্ণ প্রজাপ্রতি’ শিরোনামের নাটক দিয়ে নির্মাতা ও অভিনেতা হিসেবে দর্শকের মনে জায়গা কওে নেন। এ পর্যন্ত এ নির্মাতা ১৫০টির মতো নাটক নির্মাণ করেছেন বলে জানান। অভিনয় ও নির্মাণ নিয়ে এই সময়ে কতটা তৃপ্ত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি শিল্প পরিবারের মানুষ। শিল্পের সঙ্গেই আমার বেড়ে ওঠা। বলতে পারি, রক্তের টানে মিডিয়াতে কাজ করছি। যুগের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এখনো নিয়মিত কাজ করছি এটাই বড় বিষয়। কতটা তৃপ্ত সেটার হিসেব-নিকেষ এখন করতে চাই না। আরো ভালো কিছু কাজ করবো দর্শকের জন্য এটাই প্রত্যাশা করি। মাঝে টানা কয়েক বছর ছোট পর্দার কাজ থেকে দূরে ছিলেন আমজাদ হোসেনের এই উত্তরসূরী। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে ছোট পর্দায় তাকে পাওয়া যায়নি বলে জানান। এই সময়ে তিনি ‘এই তো প্রেম’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। শাকিব খান ও বিন্দু অভিনীত এ সিনেমাটি দর্শকের মধ্যে দারুণ সাড়া পেলে। এদিকে আজকের আলাপনে সোহেল আরমানের কাছে নতুন চলচ্চিত্রের খবর জানতে চাওয়া হলে তিনি বলেন, বর্তমান চলচ্চিত্রের বাজার খুব একটা ভালো না। তবুও নতুন চলচ্চিত্র নিয়ে পরিকল্পনা করছি। আগামী বছর হয়তো খবরটি দিতে পারবো। নির্মাণের পাশাপাশি এ অভিনেতাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গেল বছর। পাঁচ বছর পর নির্মাতা উদয় বাঙ্গালীর ‘ব্যাকস্পেস’ শিরোনামের একটি নাটকে তিনি অভিনয় করেন। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? ‘এইতো প্রেম’খ্যাত এ নির্মাতা বলেন, এখন ছোট পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ত আছি। সম্প্রতি ‘রাজপুত্র’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছি। এতে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। এই সময়ের নাটকে বাজেটের বেশ সংকট বলে অনেক নির্মাতার অভিযোগ। এ নিয়ে সোহেল আরমানের মন্তব্য কি? তিনি বলেন, বাজেট নির্ভর করে একটি নাটকের গল্পের ওপর। আমাদের অনেক নির্মাতা আছেন কোন গল্পের জন্য কেমন বাজেট হবে সেটি নির্ণয় করতে পারেন না। আমি সহজ ভাবে বলতে চাই, গল্পের জন্য বাজেট নির্ধারণ হবে। বাজেটের ওপর নির্ভর করে গল্প নির্বাচন করার কোনো মানে হয় না। অভিনেতা-নির্মাতার বাইরে সোহেল আরামানের আরো একটি পরিচয় আছে। সেটি হলো অনেক জনপ্রিয় গানের গীতিকার তিনি। ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’, ‘তুমি আমার ঘুম’, ‘যাক না উড়ে’, ‘বেশ বেশ সাবাশ বাংলাদেশ’ গানগুলো তারই লেখা। গানের মাধ্যমে নিয়মিত নন কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার লেখা প্রায় সত্তরটি গান আছে। অনেকে শিল্পী, সুরকার আমাকে গান লিখতে বলছেন। তবে আমি নির্মাণে ব্যস্ত থাকার কারণে গানে সময় দিতে পারছি না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status