দেশ বিদেশ

গণশুনানি রূপগঞ্জে সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

স্টাফ রিপোর্টার, ঢাকা ও রূপগঞ্জ

২৪ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি দপ্তরগুলো দুর্নীতিতে জর্জরিত। দপ্তরগুলোর বিরুদ্ধে রয়েছে পাহাড়সম অভিযোগ। উপজেলার স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় ভুক্তভূগীদের কাছ থেকে পাওয়া অভিযোগে এই তথ্য জানা যায়। অভিযোগে রূপগঞ্জের বেশ কয়েকটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এই দুর্নীতির চিত্র প্রকাশ পায় গতকাল উপজেলার পরিষদের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন, দুদক কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান।
গণশুনানিতে ১১০টি লিখিত এবং তাৎক্ষণিকভাবে আসা ৯টি অভিযোগের শুনানি করা হয়। উপজেলার প্রতিটি সরকারি দপ্তর, থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন ও কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স, সহকারী কমিশনার ভূমি কার্যালয়, প্রাণিসম্পদ দপ্তর, পোস্ট অফিস, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, পল্লী বিদ্যুৎ, ইউনিয়ন চেয়ারম্যান, নারী সদস্য, পুরুষ সদস্য এবং ভূমি দখল, ব্যবসা দখলসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে জনগণের রায়ে বিভিন্ন সিদ্ধান্ত ও শাস্তি প্রদান করা হয়। বিভিন্ন দপ্তরের অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ছিল, উপজেলা সহকারী ভূমি কার্যালয়ের বিরুদ্ধে। এই কার্যালয়ের বিরুদ্ধে সর্বমোট ৪৫ অভিযোগ ছিল। সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক করা, বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী পরিচালক ইউনুস এর নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাত দিনের মধ্যে বদলির আদেশ দেয়া হয়। এছাড়া পল্লীবিদ্যুৎ, ভূমিসহ অধিকাংশ অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন কমিশনার। বেশকিছু অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিও করা হয়।
গণশুনানি শুরু আগে দুদক কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছেন, দুদক এখন আর দন্তহীন বাঘ নয়। দুদক এখন একটি শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান। দুদকের কামড়ের প্রয়োজন হয় না। দুদকের আঁচর লাগলে অনেকে সহ্য করতে পারে না। তিনি ভূমিদস্যু দুর্নীতিবাজ অনিয়মকারীদের সাবধান করে বলেন, কেউ দুর্নীতি করে পার পাবে না। অনিয়ম করলে তাকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
দুদক কমিশনার বলেন, প্রভাবশালী রাজনৈতিক নেতা সম্রাট দুর্নীতি করে অনেক সম্পদের মালিক হয়েছেন কিন্তু এখন দুদকের জালে আটকা পড়েছেন- আইনের আওতায় এসেছেন, সম্রাটের সাঙ্গ-পাঙ্গদের আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না। তিনি বলেন, দুদক ১০০ জনের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া শুরু করেছে। এই তালিকা আরো দীর্ঘ হবে, বৃদ্ধি হবে। তিনি বলেন, বাংলাদেশে দুষ্ট লোকের সংখ্যা খুব বেশি নয়। ৪৯২ টি উপজেলায় রয়েছে। প্রতি উপজেলায় যদি ১০ জন করে দুষ্ট লোককে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি অনিয়ম অনেকটা কমে যাবে। দুদক দুর্নীতিবাজ অনিয়মকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে এটি অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রূপগঞ্জের সাবেক এমপি মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সহ অনেকে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রূপগঞ্জের ভূমিদস্যুতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাতের বেলায় বড় বড় ড্রেজারের পাইপ দেখা যায়। সকালে ঘুম থেকে উঠে কৃষক দেখে তার জমি ভরাট হয়ে গেছে বালু দিয়ে। ভূমিদস্যুদের এসব কর্মকাণ্ড থেকে নিরীহ মানুষকে রক্ষা করতে সরকারি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। নিরীহ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে যে গণশুনানির আয়োজন করছে উপজেলায় উপজেলায় এটিই দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হারুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ইনডিমিনিটি অধ্যাদেশ জারি করে হত্যার বিচার কার্য বন্ধের মাধ্যমে দুর্নীতির যাত্রা শুরু হয়। ক্ষমতাসীনরা বিভিন্ন সময় ক্ষমতায় থেকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দুর্নীতিবাজদের প্রতিষ্ঠা করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status