বাংলারজমিন

সরাইলে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৭:৩৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ গতকাল দুপুর দেড়টার দিকে ২৭ কেজি শিয়ালের মাংসসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারা হলো হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি গ্রামের সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২২) ও একই গ্রামের মাদু মিয়ার ছেলে আরজত আলী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দুই যুবক কয়েক দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন হাটবাজারের খাবারের হোটেলে প্রতি কেজি ২২০ টাকা দরে খাসির মাংস বলে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন। গতকাল সোমবার দুপুরে সরাইল বিশ্বরোড মোড়ের একটি হোটেলে ওই মাংস বিক্রি করতে আসলে ক্রেতার সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা এগুলো শিয়ালের মাংস বলে স্বীকার করেন। তারা এগুলো ঢাকার পূর্ব রামপুরা এলাকা থেকে সংগ্রহ করে থাকেন বলে পুলিশকে জানিয়েছেন।



 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status