খেলা

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

সেই ভারতেই ফিরছেন সানি-আল আমিন

স্পোর্টস রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:১৩ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের দলে রয়েছে দারুণ চমক। ২০১৬তে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলা আরাফাত সানি ও আল আমিন হোসেনকে ফেরানো হয়েছে জাতীয় দলে। সানি বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে ছিটকে পড়েন মাঠ থেকে। আর আল আমিন বাদ পড়েছিলেন ফর্ম, ইনজুরি ও ব্যক্তিগত বিতর্কে জড়িয়ে। তবে, দু’জনেরই টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ ভালো। এরপরও তিন বছর তারা ছিলেন মাঠের বাইরে। তাদের সেই ভারতের মাটিতেই ফেরা বড় চমকই বলা যায়। টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকারও। আর ছুটি শেষে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। সবশেষ দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। শক্তিশালী ভারতের বিপক্ষে দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী তরুণ ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ। বলার অপেক্ষা রাখে না গুরুত্বপূর্ণ এই সিরিজে দলে বড় পরিবর্তন নিয়ে যাচ্ছে টাইগাররা।
আরাফাত সানির শেষ ম্যাচ ভারতের মাটিতে কলকতায় পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের আগেই তার বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ তুলেছিল আম্পায়াররা। পরীক্ষাতেই তা প্রমাণ হওয়ায় তিনি বাদ পড়েন। শুধু তাই নয় দ্বিতীয় স্ত্রীর মামলাতেও তাকে জেলে যেতে হয়েছে। ধারণা করা হচ্ছিল তার ক্রিকেট ক্যারিয়ার হয়তো শেষই হয়ে যাবে। তাকে নিয়ে তেমন কোনো আলোচনাও ছিল না। ১০ টি-টোয়েন্টি ম্যাচে এই স্পিনারের শিকার ১২ উইকেট। অন্যদিকে ভারতের মাটিতেই আল আমিন তার সব শেষ ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতাতেই। তার জাতীয় দল থেকে বাদ পড়ার কারণ অনেকটা শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তিগত বিতর্ক। তবে টি-টোয়েন্টিতে দেশের পেসারদের মধ্যে দারুণ সফল তিনি। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখন পর্যন্ত দেশের হয়ে এই ফরম্যাটে ৪২ উইকেটের মালিক। তারপরেই অবস্থান ২৫ ম্যাচে ৩৯ উইকেট পাওয়া আল আমিনের।
ভারত সফরের টি-টোয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status