বাংলারজমিন

এ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে শ্বশুর ও পুত্রবধূ নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে:

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-চৌমুহনী বাজারের উত্তরে শশী কমিউনিটি সেন্টারের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি এ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ। ওসি দুলাল মাহমুদ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন বৃদ্ধ রোগীকে নিয়ে একটি এ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। প্রথমে শুনেছিলাম, ওই বৃদ্ধ রোগী মৃত ছিলেন। কিন্তু পরে আমরা নিশ্চিত হয়েছি, তিনি জীবিত অবস্থায় ফিরছিলেন। এ্যাম্বুলেন্সটি চাতরী-চৌমুহনী বাজারের উত্তরে আসার পর আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সেখানেই এক নারীসহ দুজনের মরদেহ পাওয়া যায়। মৃতরা হলেন-চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মো. মফিজ (৭০) এবং তার পুত্রবধূ জয়নাব বেগম (২৫)। আমাদের আনোয়ারা সংবাদদাতা এনামুল হক নাবিদ জানান, আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এরা হলেন একই পরিবারের নিজামউদ্দিন, সাহাবউদ্দিন ও বুলবুলী বেগম এবং অজ্ঞাতপরিচয় অ্যাম্বুলেন্স চালক। তাদের কারও হাত, কারও পা ভেঙে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status