বাংলারজমিন

সুবর্ণচরে বহুল আলোচিত গণধর্ষণ মামলা

ভিকটিমের কন্যার সাক্ষ্য গ্রহণ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ায় সুবর্ণচরে চরবাগগায় গৃহবধূকে গণধর্ষণ মামলায় চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সমাপ্ত হয়েছে। বহুল আলোচিত এ গণধর্ষণ মামলায় ধর্ষিতাকে আইনগত সহায়তা প্রদানের জন্য সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে প্রসিকিউশন সাপোর্ট কাউন্সিল গঠন করা হয়েছে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি মামুনুর রসিদ লাবলু মানবজমিনকে জানান,  সুবর্ণচরে জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার চতুর্থ সাক্ষী ও ধর্ষিতার মেয়ে শাবনুরের সাক্ষ্যগ্রহণ করার পর বিবাদী পক্ষ জেরা গতকাল সমাপ্ত করেছেন। সাক্ষীর সাক্ষ্য নেয়ার পূর্বে আদালতের বিচারক (জেলা জজ) শামছু উদ্দিন খালেদ আইনজীবীদের স্মরণ করিয়ে দেন সাক্ষী অষ্টম শ্রেণির ছাত্রী ও অপ্রাপ্ত বয়স্ক। এদিকে খেয়াল রেখে তার জবানবন্দি ও জেরা করতে হবে। এরপর পিপি মামুনুর রসিদ লাবলু সিনিয়র আইনজীবী মোল্লা হাবিবুর রসুল মামুনের সহায়তায় জবানবন্দি নেন। জবানবন্দিতে সাক্ষী শাবনুর আদালতকে জানায়, ৩০শে ডিসেম্বর ভোটের দিন রাত সাড়ে ৮টার দিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খাওয়া দাওয়ার পর সেও ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে সালাহ উদ্দিন এসে তার পিতাকে ডাকাডাকি করলে তার মা দরজা খুলে দেয়। এ সময় হুড়মুড় করে সালাউদ্দিন, বেচু ও স্বপন ঘরে ঢুকে আমার কক্ষে যায়। এ সময় আমার মা তাদের হাতে পায়ে ধরে আমাকে রক্ষা করলেও আসামিরা আমার পিতা, ভাই ও আমাকে বেঁধে ফেলে আমার মা (ভিকটিম) কে বাহির করে ঘরের পশ্চিম পাশে পুকুর পাড়ে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে রক্তাক্ত করে। এরপর কৌশলে আমার পিতার হাত খুলে আমার হাত খুলে দিলে আমরা ঘরের বাইরে গিয়ে ঘরের পাশে পড়ে থাকা আমার মায়ের শাড়ি, পেটিকোট, ব্লাউজ পাই। একটু দূরে বিবস্ত্র ও অজ্ঞান অবস্থায় আমার মাকে পেয়ে ঘরে নিয়ে আসি। পরদিন ১১টার সময় মাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অনেক দিন আমার মা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর বিবাদী পক্ষের আইনজীবী হারুনুর রসিদ হাওলাদার ও অ্যাডভোকেট বোরহানুদ্দিন সাক্ষীকে জেরা করেন। এদিকে গণধর্ষণের শিকার গৃহবধূর মামলার সহায়তা করার জন্য নোয়াখালী সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে প্রসিকিউশন সাপোর্ট কাউন্সিল গঠন করা হয়। সিনিয়র আইনজীবীরা হচ্ছেন- সাবেক পিপি সাইফুল ইসলাম সফিক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল হক, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট বাহার উদ্দিন, অ্যাডভোকেট কাউসার নিয়াজি ও সিনিয়র অ্যাডভোকেট  সালাউদ্দিন কামরুল। এ আইনজীবীরা বিনা পারিশ্রমিকে সুবর্ণচরে গণধর্ষণ মামলায় আইনগত সহায়তা করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status