বিনোদন

গিটারগুলো কোথায়?

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:১২ পূর্বাহ্ন

গিটারই আমার জীবন- এমনটা সবসময়ই বলতেন আইয়ুব বাচ্চু। গিটারের তারেই তিনি জীবনটা বেঁধেছিলেন দারুণভাবে। পৃথিবীর অনেক দেশেই কনসার্ট করতে গিয়ে তিনি কিনে নিয়ে এসেছিলেন বিভিন্ন ব্র্যান্ডের বিখ্যাত সব গিটার। মোট ৫৮টি গিটার ছিল তার। এর মধ্যে কিছু গিটার আইয়ুব বাচ্চু বিক্রি করেছিলেন, কিছু উপহার হিসেবে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪০টি গিটার রয়েছে আইয়ুব বাচ্চুর পরিবারের সংগ্রহে। প্রসঙ্গত, ঢাকার মগবাজারের কাজী অফিসের গলিতে দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাসায় ছিল আইয়ুব বাচ্চুর তথা এলআরবি ব্যান্ডের নিজস্ব স্টুডিও এবং কার্যালয় ‘এবি কিচেন’। দেশে থাকলে এবং বাইরে কোনো কনসার্ট না থাকলে দিনের বেশির ভাগ সময় সেখানেই কাটাতেন আইয়ুব বাচ্চু এবং এলআরবির সদস্যরা। গত মার্চে বাসাটি ছেড়ে দেয়া হয়েছে। আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ফেরদৌস আক্তার স্টুডিওর সব যন্ত্রপাতি বাসায় নিয়ে গেছেন। ‘এবি কিচেন’ ও আইয়ুব বাচ্চুর ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো রেখে দিয়েছেন এখনো। শুধু এলআরবির বাদ্যযন্ত্রগুলো বিক্রি করে দিয়েছেন ব্যান্ডটির সাবেক ব্যবস্থাপক শামীম আহমেদের কাছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status