বাংলারজমিন

পীরগঞ্জে পুলিশ হেফাজতে ১ ব্যক্তির মৃত্যু, তদন্ত কেন্দ্র ঘেরাও, ১২ পুলিশসহ আহত শতাধিক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:০৫ পূর্বাহ্ন

পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে পুলিশ হেফাজতে কথিত মাদক ব্যবসায়ী সামছুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিবারের দাবি তাকে হাজতে নির্যাতন চালিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়দরগাহ্‌ শান্তিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। ঘটনাটি গত বুধবার সকালে এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে কয়েক শ নারী-পুরুষ দোষী পুলিশের শাস্তির দাবিতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র ঘেরাও করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তকেন্দ্র জনসমুদ্রে পরিণত হয়। প্রায় ৩ ঘণ্টা ভেন্ডাবাড়ী-বড়দরগাহ সড়কটি উত্তেজিত জনতা অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসাইন দোষী পুলিশদের বিচারের আশ্বাস দিলেও অনড় অবস্থায় থাকে জনতা। এক পর্যায়ে উত্তেজিত জনতা আইসি কেন্দ্রের দিকে ঢিল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। জনতাও ঢিল ছুড়ে পাল্টা জবাব দেয়। পাল্টা-পাল্টি আক্রমণে সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমানসহ ১২ পুলিশ ও পথচারী ভিক্ষুক আব্দুল কাদের, বড়দরগাহ্‌ ইউপি চেয়ারম্যান নুরুল হক, কাঠমিস্ত্রি আইয়ুব আলীসহ শতাধিক জনতা আহত হয়। একপর্যায়ে অবস্থানরত জনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৩০-৩৫ জনকে ভর্তি করা হয়েছে। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে পীরগঞ্জের বড়দরগাহ্‌ নামক স্থান থেকে মাদক ব্যবসার অভিযোগে সামছুল ইসলামকে আটক করে। পরদিন সকালে সামছুল ইসলামের লোকজন তদন্তকেন্দ্রে আসলে পুলিশ জানায়, সামছুল ইসলাম গভীর রাতে নিজের পরনের শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এদিকে, নিহতের স্ত্রী মমেনা বেগম, কন্যা সান্তনা ও বোন ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, তিনি মাদকাসক্ত নয় এবং মাদক ব্যবসার প্রশ্নই আসে না। তিনি একজন ছাগল ব্যবসায়ী। রাত ১১টায় শেষ সাক্ষাতের সময় আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান, পুলিশ হেফাজতে মৃত ব্যক্তির এলাকায় মাদক সংশ্লিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি ব্যবসায়ী হিসেবেই পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত অনেকেই বলেন, পুলিশ পরিদর্শক আমিনুল দীর্ঘদিন যাবৎ ভেন্ডাবাড়ী আইসি কেন্দ্রে আটক বাণিজ্য চালিয়ে আসছেন। শুধু অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মানুষকে আটক করে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।
এ বিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করলেও হাজতে আত্মহত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসাইন মানবজমিনকে জানান, বিক্ষুব্ধ জনতা পুলিশকে আক্রমণ করলে পুলিশ শর্টগান দিয়ে আনুমানিক ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ সংবাদ লেখা পর্যন্ত ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status