বাংলারজমিন

বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়নে সলেট চেম্বারের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:০৪ পূর্বাহ্ন

 প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট অঞ্চল শিল্পখাতে অত্যন্ত সম্ভবানময়। কিন্তু বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংযোগের অপ্রতুলতার কারণে সিলেটে শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি জনগণও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বিষয়টি বিবেচনা করে সিলেটে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়নে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। চেম্বার সভাপতি কর্তৃক স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, বিগত ২০১৬ সালে প্রধানমন্ত্রী সিলেট বিভাগের বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশেষ করে সেল্‌স ও ডিস্ট্রিবিউশন বিভাগে ২ হাজার ৫২ কোটি টাকা একনেকের সভায় অনুমোদন দিয়েছেন। কিন্তু সিলেট জেলার বিদ্যুৎ খাতে দৃশ্যমান কোন উন্নয়ন দেখা যাচ্ছে না। তাছাড়া ইতোপূর্বে যে কাজ গুলো করা হয়েছে তা সবই নিম্নমানের। কোন কাজই পরিপূর্ণভাবে শেষ হয়নি। এছাড়াও অতিরিক্ত বিল ইস্যু, ঘনঘন লোডশেডিং, রাত ১ টার পর ভোল্টেজ কমে যাওয়া আর অসাধু কর্মকর্তাদের দৌরাত্মে সিলেটের বিদ্যুৎ বিভাগ বিপর্যস্ত। কোন এলাকার একটি বাড়িতে বা ভবনে বিদ্যুৎজনিত কোন দূর্ঘটনা ঘটলে পুরো মহল্লাকে ভোগান্তির শিকার হতে হয়। এছাড়াও সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতকে এগিয়ে নিতে বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে সহজে গ্যাস সংযোগ ও গ্যাসের ক্যাপাসিটি বৃদ্ধি করার দাবী জানানো হয়েছে। সিলেট চেম্বারের পত্রে আরো উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ খাত জনজীবন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এখাতের উন্নয়নে সরকারের প্রচেষ্টা আশাব্যঞ্জক। কিন্তু এখাতে দূর্নীতি আর অনিয়ম বন্ধ করতে না পারলে জনসাধারণের ভোগান্তি কমবেনা। তাই দুর্নীতি বন্ধে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status