ষোলো আনা

বৃটিশবিরোধী আন্দোলনে পূর্ববাংলা

মোহাম্মদ মাহবুব খান

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৭:৫৩ পূর্বাহ্ন

সঞ্জীব কুমার দেবনাথের ‘বৃটিশবিরোধী আন্দোলনে পূর্ববাংলা’ গ্রন্থটি এক ঐতিহাসিক দলিল। চারশ পৃষ্ঠার বইটি লেখক বৃটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট দিয়ে শুরু করেন। পর্যায়ক্রমে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মহাত্মা গান্ধী, ভারতীয় মুসলিম লীগ ও  মোহম্মদ আলী জিন্নাহ, খেলাফত আন্দোলন ও মহাত্মা গান্ধী, ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করেছেন। গ্রন্থটিতে পূর্ববাংলার বেশ কয়েকজন বিপ্লবী নারীর পরিচিতি ও তাদের  অবদান সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের গবেষণায় আগ্রহ বাড়ানোর জন্য লেখক বৃটিশবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভূমিকা আলাদাভাবে বর্ণনা করেছেন। তাছাড়া ঐতিহাসিক জালালাবাদ যুদ্ধে নিহত ও আহতদের তালিকা, ফাঁসিরকাষ্ঠে প্রাণ দেয়া পূর্ববাংলার বিপ্লবীদের তালিকাসহ কিছু ঐতিহাসিক ছবি সংযোজন করে গ্রন্থটিকে অনেকাংশে সমৃদ্ধ করেছেন। সঞ্জীব কুমার দেবনাথ মূলত গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। সর্বোপরি তিনি একজন সংস্কৃতিকর্মী। এর আগেও তার লেখা দু’টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। একটি ভ্রমণ কাহিনী ‘নীলনদের দেশে’ (একুশে বইমেলা-২০১৪)। অপরটি সংগীত বিষয়ক প্রবন্ধ সংকলন ‘সংগীত স্বরূপ’ (একুশে বইমেলা-২০১৬)। গত বই মেলায় (২০১৯) এ বইটি প্রকাশ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status