অনলাইন

আবরার হত্যার প্রতিবাদে ঢাকা পলিটেকনিক ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৩:৩০ পূর্বাহ্ন

বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবী ঢাকা পলিটেকনিক ছাত্রদল শাখা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এ বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি মগবাজার চৌরাস্তা থেকে এফডিসি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা পলিটেকনিক ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী ইলিয়াস। তিনি বলেন, আজ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যেখানে শিক্ষার কোন সুষ্ঠু পরিবেশ নেই। মতপ্রকাশের স্বাধীনতা নেই। মুক্ত চিন্তার স্বাধীনতা নেই। যেখানে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভূগছে। বর্তামান সময়ে ছাত্রলীগ দানবীয় শক্তিতে রুপান্তরিত হয়েছে।
তিনি বলেন, সেই অপশক্তিকে বধ করার সময় এসেছে। সাধারণ ছাত্রছাত্রীদের এখন জেগে উঠার সময় এসেছে। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের একভাই আবরার সরকারের গঠনমূলক সমালোচনা করায় ছাত্রলীগের হাতে খুন হয়েছে। শহীদ আবরারের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা হাজারো আবরার রাজপথে থাকব।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, মনির হোসেন, নিয়াজ মাহমুদ নকিব, ছাত্রনেতা হাদিসুর রহমান শাহিন, পারভেজ মোশারফ, শশি, ইমন প্রমূখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status