দেশ বিদেশ

সমগ্র ভারতেই এনআরসি বাস্তবায়নের ঘোষণা অমিত শাহর

মানবজমিন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৯ পূর্বাহ্ন

ভারতের প্রতিটি রাজ্যেই আসামের ন্যায় এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাঁচিতে এইচটি মিডিয়া গ্রুপ আয়োজিত পূর্বদয় হিন্দুস্তান নামক এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি দেশটিতে তথাকথিত অনুপ্রবেশকারীদের অবৈধ হিসেবে আখ্যায়িত করেন।
বক্তৃতায় তিনি জিজ্ঞেস করেন, কোনো ভারতীয় কি চাইলেই যুক্তরাষ্ট্র বা রাশিয়ায় গিয়ে বাস করতে পারবেন? তাহলে অন্য দেশের মানুষ কেন বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বাস করছেন? এ কারণেই আমি বিশ্বাস করি, সমগ্র ভারতেই এনআরসি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
এখন পর্যন্ত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে শুধু আসামেই এনআরসি বাস্তবায়িত হয়েছে। অমিত শাহ বলেন, এর পরবর্তী পদক্ষেপ হিসেবে  ভারতজুড়ে আমরা এনআরসি করবো। এ দেশের সকল মানুষের একটি তালিকা থাকা উচিত। এটি জাতীয় নাগরিকপঞ্জি, আসামের নাগরিকপঞ্জি নয়। বক্তব্যে অমিত শাহ আরো বলেন, এসব অবৈধ বিদেশিরা ভারতকে ধ্বংস করে দিচ্ছে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে বের করে দিতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status