বাংলারজমিন

চাঁপাই নবাবগঞ্জে মাদক মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৪৩ পূর্বাহ্ন

 চাঁপাই নবাবগঞ্জে ১ কেজি ১শ’ গ্রাম হেরোইন নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মো. মমিন (৩৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত মোমিন সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের চরদূর্লভপুর পাথালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। সরকারী আইনজীবী আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৭ সালের ২৩শে ডিসেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর সুজনপাড়া গ্রামে সড়কের উপর র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে এক কেজি একশ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন মমিন। এ ঘটনায় ওইদিনই র‌্যাবের তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ২৭শে জানুয়ারি আদালতে মোমিনকে একমাত্র অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত গতকাল মোমিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আ্যডভোকেট আকরামুল হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status