খেলা

কাতার ও ভারত ম্যাচের প্রাথমিক দলে সবুজ

স্পোর্টস রিপোর্টার

১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর ছুটিতে গেছেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে। কোচের মতো ছুটি কাটাচ্ছেন ফুটবলাররাও। কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে আগামী ২৫শে সেপ্টম্বর শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ দুটিকে সামনে রেখে গতকাল ২৬ সদস্যের প্রাথমকি দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আফগানিস্তানের বিপক্ষে না থাকলেও আসন্ন ম্যাচ দুটিতে বিবেচনায় রাখা হয়েছে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজকে। আফগান ম্যাচের চূড়ান্ত দলে থাকা সবাই রয়েছেন এই দলে।
আফগান ম্যাচের ২৩ সদস্যের দলের সঙ্গে চতুর্থ গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন মোহমেডানের পাপ্পু আহমেদ। যিনি আফগান ম্যাচের প্রাথমিক দলেও ছিলেন না। ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক প্রাথমিক দলে থাকলেও আফগান ম্যাচের চূড়ান্ত দল থেকে বাদ পড়েন। তাকে আবার ডাকা হয়েছে প্রাথমিক দলে। আফগান ম্যাচের প্রাথমিক দলে থাকা ফুটবলারদের থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন- গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল ও ডিফেন্ডার নুরুল নাঈম ফয়সাল। ১০ই অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের মুখোমুখি হবে কোচ জেমি ডে’র শিষ্যরা। ১৫ই অক্টোবর কলকাতায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আফগানিস্তানের বিপক্ষে ০-১ গোলে হার দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করে বাংলাদেশ।
২৬ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান ও পাপ্পু আহমেদ।
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, মনজুরুর রহমান।
মাঝমাঠ: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ।
আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দীন ও জুয়েল রানা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status