বাংলারজমিন

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ৮:৪৯ পূর্বাহ্ন

 নোয়াখালীর সেনবাগ পৌর শহর ও আশেপাশের এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং খাদ্যে ভেজাল মেশানোর অপরাধ ও পাটের ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার ছয়টি মামলায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। ইউএনও মোহাম্মদ মিনহাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বিকালে বলেন, আদালত পরিচালনার সময় উপজেলার উত্তর শাহাপুর এলাকার থ্রিস্টার বেকাারিতে গিয়ে দেখা যায়- অস্বাস্থ্যকর পরিবেশে মানব দেহের জন্য ক্ষতিকর ভেজাল উপাদান দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা এবং অপর ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে পাটের ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার অপরাধের ছয়টি মামলায় সর্বমোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status