খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শুরু আজ

ডর্টমুন্ড মিশনে মেসিকে পাচ্ছে বার্সেলোনা?

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:০৮ পূর্বাহ্ন

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমের পর্দা উঠছে আজ। প্রথম দিনই মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আজ ‘এফ’ গ্রুপে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ স্বাগতিক বরুসিয়া ডর্টমুন্ড। যদিও ডর্টমুন্ড মিশনে বার্সেলোনা তাদের প্রধান তারকা মেসিকে পাবে কি না, এ নিয়ে রয়েছে সংশয়। ইনজুরির কারণে চলতি মৌসুমে এখনো মাঠে নামতে পারেননি মেসি। তাকে ছাড়াই লা লিগার প্রথম চার ম্যাচ খেলেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি অবশ্য আগে জানিয়েছিল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না তারা। এজন্য ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত ম্যাচে মেসির খেলার কথা শোনা গেলেও তাকে বিশ্রামেই রাখা হয়। ওই ম্যাচে না খেলার আরেকটি কারণ হলো ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্ব দেয়া। জার্মানির ক্লাবগুলোর মাঠে বার্সার চ্যাম্পিয়ন্স লীগে বার্সেলোনার রেকর্ড বেশ বাজে- ৭ ম্যাচে মাত্র ২ জয়। এজন্য সিনগাল ইদুনা পার্কে পুরো ৯০ মিনিট না হলেও অন্তত কিছু সময়ের জন্য হলেও মেসিকে খেলানোর পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি। এই ম্যাচকে সামনে রেখে রোববার দলের সঙ্গে অনুশীলনও করেছেন মেসি।
সবশেষ জার্মানির মাঠে বার্সেলোনা জিতেছিল ২০১৬-১৭ মৌসুমে বরুসিয়া ম’গ্লাডবাচের বিপক্ষে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে এটি তাদের প্রথম সাক্ষাৎ। আর ইউরোপিয়ান আসরে গত ২০ বছরে প্রথম। ১৯৯৮ সালে উয়েফা কাপে মুখোমুখি হয়েছিল বার্সা-ডর্টমুন্ড। ন্যু ক্যাম্পে প্রথম লেগে ২-০ গোলের জয়ের পর ফিলতি লেগে ১-১ গোলে ড্র করে শিরোপা জিতেছিল কাতালান জায়ান্টরা। মেসিকে ছাড়াই ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত ম্যাচে যেমন খেলেছে বার্সেলোনা, সেটি অব্যাহত রাখতে পারলে এবার ডর্টমুন্ড থেকে বিজয়ী বেশেই ফিরতে পারবে তারা। উদীয়মান তারকা আনসু ফাতি, ফ্র্যাঙ্কিং ডি ইয়ংদের দুর্দান্ত পারফরম্যান্সে ভ্যালেন্সিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সা। চোট কাটিয়ে ফিরে ম্যাচটিতে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। সুয়ারেজের গোল পাওয়া নিঃসন্দেহে বার্সার জন্য সুখবর।
বরুসিয়া ডর্টমুন্ডও নিজেদের গত ম্যাচে বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। জোড়া গোল করেন জার্মান তারকা মার্কো রয়েস। একটি গোল করেছেন বার্সেলোনারই সাবেক খেলোয়াড় পাকো আলকাসার। দারুণ ছন্দে থাকা আলকাসার বার্সার জন্য বড় হুমকি। অন্যদিকে বার্সেলোনার ফরাসি তারকা উসমান দেম্বেলে ডর্টমুন্ডে খেলেছেন ২০১৬-১৭ মৌসুমে। তবে পুরোপুরি ফিট না থাকায় সাবেক ক্লাবের বিপক্ষে আজ তার খেলা অনিশ্চিত। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে ইন্টার মিলান মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের।
সেই নাপোলির মুখোমুখি চ্যাম্পিয়ন লিভারপুল
গত মৌসুমে ঘরের মাঠে গ্রুপের শেষ ম্যাচে নাপোলিকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল লিভারপুল। ওই ম্যাচ ড্র হয়েও বাদ পড়ে যেতো অলরেডরা। আর কোনোমত নকআউট পর্বে ওঠা লিভাপুলই পরবর্তীতে হয় চ্যাম্পিয়ন। আজ ‘ই’ গ্রুপে সেই নাপোলির বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লীগ শুরু করতে যাচ্ছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল। গতবার নাপোলির মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। দু’বারের চ্যাম্পিয়ন লীগ জয়ী কোচ কার্লো আনচেলত্তির নাপোলি সিরি আয় নিজেদের শেষ ম্যাচে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারায়। অন্যদিকে লিভারপুল প্রিমিয়ার লীগে ৩-১ ব্যবধানে জেতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। লিভারপুলের আক্রমণত্রয়ী মোহাম্মদ সালাহ-সাদিও মানে-রবার্তো ফিরমিনো রয়েছে ফর্মে। নাপোলির সেরা তারকা বেলজিক উইঙ্গার ড্রিস মর্টেন্স। লীগে তিন ম্যাচে তিন গোল করেছেন তিনি। একই দিন মাঠে নামছে ইপিএলের আরেক জায়ান্ট চেলসি। ঘরের মাঠে ২০১২ সালের চ্যাম্পিয়ন চেলসি ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status