খেলা

ভোগান্তি ও গর্বের বিপরীত রেকর্ডে বাংলাদেশ-আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:০৭ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ১২ জয় নিয়ে নিজেদেরই গড়া রেকর্ড ভেঙে দিলো আফগানিস্তান। আর রোববার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে হার নিয়ে মলিন রেকর্ডে নাম উঠলো বাংলাদেশের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ডে শ্রীলঙ্কাকে স্পর্শ করলো বাংলাদেশ। রোববার আফগানিস্তানের কাছে ২৫ রানে হার দেখে সাকিব বাহিনী। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের ৫৮তম হার। ৮৭ ম্যাচে ২৭ জয় রয়েছে বাংলাদেশের। আর দুই ম্যাচ পণ্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৫৮ হার দেখেছে শ্রীলঙ্কাও। তবে লঙ্কানদের ১১৭ ম্যাচে জয় রয়েছে ৫৬টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের কৃতিত্ব পাকিস্তানের। এপর্যন্ত পাকিস্তান খেলেছে ১৪৩টি টি-টোয়েন্টি। জিতেছে ৯০টি, হেরেছে ৫০ ম্যাচ। জয়ের হার ৬৩.৯৮%। তবে জয়ের হারে সেরা আফগানিস্তান। ৭৩ ম্যাচের ৫১টিতে জিতেছে আফগানরা। হেরেছে কেবল ২২টি। আফগানিস্তানের জয়ের হার ৬৯.৮৬%। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বাধিক ৫৭ ম্যাচ হেরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তারা খেলেছে ১১৩ ম্যাচ। জিতেছে ৪৯টি।
রোববার বাংলাদেশকে হারিয়েই বিশ্ব রেকর্ড গড়ে আফগানিস্তান। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১২ জয় দেখলো আফগানরা। গতবছর শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ দিয়ে শুরু। পরে দেরাদুনে বাংলাদেশকে ৩ ম্যাচ, আয়ারল্যান্ডকে ব্রিড ও দেরাদুনে মোট ৫ ম্যাচ এবং সবশেষ চলতি ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে জয় পেলো তারা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ছিল তাদেরই। ২০১৬-১৭ সালে টানা ১১ ম্যাচ জিতেছিল আফগানরা। সেবার তাদের ১১ জয়ে প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ড।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status