এক্সক্লুসিভ

যশোরে বিএনপি নেতা অমিত কারাগারে

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৫৫ পূর্বাহ্ন

একটি পুলিশ বাদী নাশকতার মামলায় বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওই মামলায় সোমবার বেলা ১১টার দিকে যশোর জেলা দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র অন্যতম নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ তিন জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশি হস্তক্ষেপে তা শান্ত হয়। এর কিছুক্ষণ পর অমিতকে কড়া পুলিশি প্রহরায় আদালত কক্ষ থেকে প্রিজন ভ্যানে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সাবেরুল হক সাবু বলেন, পুলিশ বাদী একটি ষড়যন্ত্রমূলক মামলায় জামিন নিতে অমিত সকাল ১০টার দিকে জেলা জজ আদালতে যান। বেলা ১১টার দিকে আদালত অমিতসহ বিএনপি’র ৩ নেতার জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন। আমরা এ ব্যাপারে উচ্চ আদালতে যাবো। এদিকে বিএনপি নেতা অমিতের মুক্তির দাবিতে যশোর জেলা বিএনপিসহ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ প্রদর্শন করেছে। এক বিবৃতিতে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ অমিতসহ বিএনপি’র সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেছেন।
একই সঙ্গে নেতৃবৃন্দ এই অসৎ উদ্দেশ্যপ্রণোদিত আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দক্ষিণাঞ্চলের গণমানুষের নেতা অমিতসহ সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status