দেশ বিদেশ

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ২

মানবজমিন ডেস্ক

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

অবরুদ্ধ কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এক বিদ্রোহী ও এক পুলিশ কর্মকর্তা। অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিলের পর সেখানে এটিই প্রথম প্রকাশিত বন্দুকযুদ্ধের ঘটনা। বুধবার ভারতীয় পুলিশ এক বিবৃতিতে বন্দুকযুদ্ধের এ খবর নিশ্চিত করেছে। আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে এক কাশ্মীরি সশস্ত্র বিদ্রোহী। সংবাদমাধ্যমটিকে ভারতীয় পুলিশের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বিদ্রোহীরা পুলিশের ওপর গ্রেনেড হামলা চালায়। এতে দুই পুলিশ আহত হয়। যার মধ্যে একজন পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন। অপর একজনকে সেনা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিদ্রোহীদের ওপর পাল্টা হামলা চালালে মমিন গুজরি নামের ওই বিদ্রোহী নিহত হয়। পুলিশ জানিয়েছে, বারামুল্লাহ এলাকার ওই বাসিন্দা জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়বার সদস্য ছিল। এদিকে, পাকিস্তান অভিযোগ করেছে লাইন অব কন্ট্রোলে ভারতীয় গুলিতে ৩ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। এ অঞ্চলে পুলিশের সঙ্গে প্রায়শই বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া যায়। গত তিন দশকে কাশ্মীরে ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত অর্ধলক্ষ কাশ্মীরি। ৩৭০ ধারা বাতিলের পর গত ১৯শে আগস্ট থেকে পরিষেবা ও স্কুল-কলেজ চালু হতে শুরু করেছে। ফলে আবারো উত্তপ্ত হয়ে উঠছে কাশ্মীর উপত্যকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status