বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২২ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:১১ পূর্বাহ্ন

শেরপুরে শিশু
শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সিএনজিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে নুছাইবা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মাটিয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নুছাইবা স্থানীয় জামাল উদ্দিনের মেয়ে ও ব্র্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় এক পথচারীসহ আহত হয়েছেন ৪ জন।
জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার মাটিয়াপাড়া এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নুছাইবাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুছাইবা মারা যায়। ওই সময় সিএনজিটি খাদে পড়ে এক পথচারীসহ ৪ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার ও চালক আতিকুর রহমানকে আটক করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক জানান, নুছাইবার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

কুলাউড়ায় ওষুধ কর্মকর্তা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক দুর্ঘটনায় বেসরকারি ওষুধ কোম্পানির কর্মকর্তা নাসির উদ্দিন রানা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আহত স্ত্রী রেহানা বেগম (৩০) গুরুতর আহত হন। তবে শিশু কন্যা ঐতী (৫) কে দুর্ঘটনার সময় ছুড়ে ফেলায় সে অলৌকিকভাবে বেঁচে যায়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন রানা বেসরকারি ঔষুধ কোম্পানি ইউরো ফার্মার কুলাউড়ার এরিয়া ম্যানেজার। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নাসির উদ্দিন রানা তার স্ত্রী ও কন্যাকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে (মৌলভীবাজার থ-১১-৭৫০৬) মৌলভীবাজার থেকে কুলাউড়ায় আসছিলেন। এ সময় তাদের বহনকারী অটোরিকশা নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের চৌমুহনী মোড়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিপরিতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ট ১৮-৫৪৮৩) সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশায় থাকা রানার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং স্ত্রী গুরুতর আহত হন। রানা ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় কুলাউড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলা?য়েত হো?সেনসহ একটি দল উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিন রানা মারা যান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি। তবে ঘাতক ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
নাগেশ্বরীতে শিশু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসচাপায় রায়হান আলী (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নাগেশ্বরী পৌরসভার বানুরখামার গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল সকাল ৮টায় ভূরুঙ্গামারী থেকে ময়মনসিংহগামী একটি বাস ভূরুঙ্গমারী-কুড়িগ্রাম সড়কের বানুর খামার মোড়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু রায়হানের মৃত্যু হয়। গাড়িটির নাম অনিন্দ্য পরিবহন, যার নম্বর-ঢাকা মেট্রো-ব-১৫-৩৭১৬। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ করে দেয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় একটি ইউডি মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর বলেন, লাশের সুরতহাল করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং বাসটি কুড়িগ্রামে আটক করে রাখা হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status